Viral Video: শিকার ভুলে মাছের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত বিড়ালের, ভরিয়ে দিল চুমুতে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 14, 2023 | 4:59 PM

Fish Kissing A Cat: কথায় আছে, 'বিড়াল বলে মাছ খাব না, আঁশ ছোব না, কাশী যাব।' বাস্তবে এমন হয় নাকি! হ্যাঁ বাস্তবে এমনই হয়।

Viral Video: শিকার ভুলে মাছের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত বিড়ালের, ভরিয়ে দিল চুমুতে

Follow Us

Latest Viral Video: কথায় আছে, ‘বিড়াল বলে মাছ খাব না, আঁশ ছোব না, কাশী যাব।’ বাস্তবে এমন হয় নাকি! হ্যাঁ বাস্তবে এমনই হয়। অনেকেই নিশ্চয়ই বাড়িতে বিড়াল পোষেন। আর বাড়িতে মাছ রান্না হতে, তার জন্য় যত্ন করে রেখে দেন। আবার অনেকে এমনও আছেন, যারা রান্নাঘরে ছিটকিনি আটকে রাখেন, যাতে বিড়াল এসে মাছ না খেয়ে নেয়। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য়। বিড়ালকে (Cat) তো মাছ খেতে দেখেছেন। কিন্তু মাছকে ভালবেসে চুমু খাচ্ছে, এমনটা দেখেছেন কখনও? শুনেই হেসে উঠলেন তো? ভাবছেন এ আবার কেমন কথা! বিড়াল কি না মাছকে চুমু খাচ্ছে! এমনই একটি ভিডিয়ো (Video) সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে, যেখানে জলের মাছ নিজে থেকেই তার মুখ এগিয়ে দিল বিড়ালকে চুমু (Kiss) খাওয়ার জন্য়। একটুও ভয় নেই, উল্টে নিজে থেকেই বিড়ালের কাছে এসেছে। দেখে মনে হচ্ছে, যেন তারা কতদিনের পরিচিত।

ভাইরাল হওয়া ভিডিয়োয় আপনি দেখতে পাচ্ছেন যে, পার্কে তৈরি একটি ছোট জলের ট্যাঙ্কের কাছে একটি বিড়াল বসে আছে। কিছু মাছকে জলে সাঁতার কাটতেও দেখা যাচ্ছে। এদিকে, একটি মাছ বিড়ালের দিকে এসে তার মুখটা জল থেকে তুলে দেয়। তারপরে বিড়ালটিও তার কাছে আসে। তারা একে অপরকে দেখে এতটাই রোমান্টিক হয়ে ওঠে যে, বিড়ালটি মাছটিকে চুমু খেতে শুরু করে। এই ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজ়েন হাসি চেপে রাখতে পারেননি।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ইউনিলাদ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করা ক্লিপটিতে এখনও পর্যন্ত সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক মজার মজার কমেন্টও করেছেন। আবার অনেকে মন্তব্য করে তাদের ভালোবাসা জানিয়েছেন। একজন ব্যবহারকারী মজার ছলে প্রশ্ন করেছেন, “ওই মাছটি কি বিড়াল খাওয়ার চেষ্টা করছে?” একই সঙ্গে আরেক ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, “মাছ কি সত্যিই বিড়ালকে চুম্বন করেছে? যদি সত্য়ি এমন হয়, তাহলে আমার এমন একটা বিড়াল চাই।”

Next Article