Snake Viral Video: বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনেক ভিডিয়োই ভাইরাল হয়। এমন অনেক ধরনের ভিডিয়ো আছে যা সাধারণ মানুষকে ভাবায়। এমনই একটি ভিডিয়ো আজকাল ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে দুটি মেয়ে রেস্তোরাঁয় একটি পাইথনের সঙ্গে ডিনার করছে। পোষা সাপের ভিডিয়ো ভাইরাল এই প্রথম নয়। তবে এই ভিডিয়োটি দেখলে মনে হবে না যে সাপ ভয়ঙ্কর প্রাণী। সোশ্যাল মিডিয়ায় এই বিশালাকার সাপের (Snake video) ভিডয়োটি মানুষের হুঁশ উড়িয়ে দিচ্ছে। সাপটি একটি রেস্তোরাঁয় দুই মেয়ের সঙ্গে ডিনার করতে বসেছে। এই পোষা প্রাণীটি দেখে আপনিও নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পাইথন সাপ দু’টি মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। সাপটি মেয়ে দু’টির ঠিক সামনে বসে আছে। দু’জনই রেস্তোরাঁয় নিজ হাতে সাপটিকে খাইয়ে দিচ্ছে। সাপটিও মেয়ে দু’টির কাছ থেকে খাবার খায়। মেয়েটি কোনও ভয় ছাড়াই চপস্টিকের সাহায্যে সাপটিকে খাওয়াচ্ছে এবং সাপটিও তা খুব উপভোগ করছে। সাপও খাওয়ার সময় চারপাশে তাকাচ্ছে।
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ইলহানাতলে নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যা দেখে মানুষ হতবাক। এখনও পর্যন্ত 13 কোটিরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন, যেখানে 73 হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। অধিকাংশ ব্যবহারকারীরা ভিডিয়োটিতে বিভিন্ন কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “আমাদের সবসময় সাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এই সাপটি কি সুন্দর বসে আছে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে মানুষ সাপকে খুব আদর করে পালন করে।” আর একজন লিখেছেন, “আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।”