Viral Video Today: অনেক মানুষই ট্যাটু করতে পছন্দ করেন। আর বিগত কয়েক বছর ধরে টেন্ড্রেও রয়েছে। প্রেমিক-প্রেমিকারা একে অপরের জন্য ট্যাটু করছে। অনেকে আবার ভালবাসা প্রমাণ করার জন্যও ট্যাটু করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার হাসি থামবে না। অনেকেই হাতে পায়ে বিভিন্ন জায়গায় ট্যাটু করেন। এমনও অনেককে দেখা যায়, যারা প্রায় পুরো শরীরেই ট্যাটু করে রেখেছেন। কিন্তু স্বামীর প্রতি ভালবাসা দেখানোর জন্য স্ত্রী এমন জায়গায় ট্যাটু করলেন, যা দেখলে আপনি চমকে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা ট্যাটু পার্লারে গিয়েছেন। তারপরে তিনি হাতে বা পায়ে নয়, বরং নাম লেখালেন কপালে। সতিশ নাম লেখার পরে তাতে ট্যাটু করতে শুরু করলেন ট্যাটু আর্টিস্ট। এই কাণ্ড দেখে হতবাক নেটিজ়েনের একাংশ। ভিডিয়োতে দেখেই বোঝা যাচ্ছে, কপালে ট্যাটু করাতে গিয়ে সেই মহিলার বিরাট কষ্ট হচ্ছে। কিন্তু তাতে কি স্বামীর নাম যে কপালে লিখতে হবে। এই ভিডিয়োটি শেয়ার করার পর তিনি অনেক কটাক্ষের শিকার হয়েছেন।
এই ভিডিয়োটি ব্যাঙ্গালোরের। এই ভিডিয়োটি ‘king_maker_tattoo_studio’ নামের অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ইনস্টাগ্রামে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক ও ভিউ হয়েছে এই ভিডিয়োয়। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এভাবে কী আর ভালবাসা প্রমাণ করা যায়।” কেউ আবার কটাক্ষ করে বলেছেন, “এই ট্যাটু করার পরে যে সাইড এফেক্ট দেখা দেবে। তার ফল ভোগ করতে হবে স্বামীকেই। কারণ তখন আবার স্বামীর পকেট খালি হবে।”