Viral Video: রাতের আঁধারে লোকালয়ে ঘুরছে সিংহীর দল, CCTV ফুটেজ দেখে থরহরি কম্প সকলে!

Lionesses Entered Village Video: সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি বা দু'টি নয়, এক পাল সিংহী ঢুকে পড়েছে একটি গ্রামে। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Viral Video: রাতের আঁধারে লোকালয়ে ঘুরছে সিংহীর দল, CCTV ফুটেজ দেখে থরহরি কম্প সকলে!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 9:45 AM

Latest Viral Video: জঙ্গল থেকে বেরিয়ে মানুষের এলাকায় পশুদের ঢুকে পড়ার ঘটণা এখন প্রায়ই শোনা যায়। বিশেষ করে আবাসিক এলাকায় এসব ঘটনা ঘটে। যা মানুষের মধ্য়ে আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি গাজিয়াবাদ আদালতে ঢুকে মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল একটি চিতাবাঘ। চিতাবাঘটি বহু মানুষকে আক্রমণ করেছিল। বর্তমানে ঘটল আরও বড় কিছু। যা দেখলে আপনি শিউরে উঠবেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হয়েছে, যেখানে একটি বা দু’টি নয়, এক পাল সিংহী (Lionesses) ঢুকে পড়েছে একটি গ্রামে (Village)। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে সিংহীর সংখ্যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সিসিটিভি ফুটেজে (CCTV Footage) দেখা যাচ্ছে, রাস্তায় এক পাল সিংহ ঘুরে বেরাচ্ছে। প্রায় 8-9টি সিংহী তাদের নিজেদের মেজাজে রাস্তায় ঘুরছে। ঠিক য়েই সময় পেছন থেকে একটি গাড়িও আসছিল। সিংহীগুলিকে দেখে গাড়িটি থেমে যায়। তবে এই ঘটনাটি কোথায় ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের। পুরো ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড করা হয়েছে।

এই ভিডিয়োটি একজন ব্যবহারকারী ইনস্টাগ্রাম শেয়ার করেছেন। ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, “গ্রামে সিংহী ঢুকছে। এটি তার সিসিটিভি ফুটেজ।” ভিডিয়োটি এখনও পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ দেখেছেন। 5 হাজারের বেশি লাইক পড়েছে। একইসঙ্গে কিছু ব্যবহারকারী ভিডিয়োটিতে কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ওরা যেন গ্রামবাসীর কোনও ক্ষতি না করে।” আরও একজন কমেন্ট করেছেন, “আশেপাশে কী কোনও জঙ্গল আছে? নাহলে এত সিংহী এল কোথা থেকে?” কেউ আবার বলেছেন, “আপনারে কেউ এখন সবাই বাড়িতেউ থাকুন।”