Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন অনেক কিছু ভাইরাল (Viral) হয়, যা আপনার নজর কাড়তে বাধ্য়। মানুষ ও পশুপাখির ভিডিয়ো ভাইরাল (viral Video) হওয়া এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারমধ্য়েই কিছু ভিডিয়ো মানুষকে অবাক করে। তেমনই সোশ্য়াল মিডিয়ায় একটি ভালুকের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে উঠবেন। আপনি নিশ্চয়ই এই গল্প শুনেছেন যেখানে মানুষ ভালুকের (Bear) হাত থেকে বাঁচতে মরার ভান করতে শুরু করে। আজকাল এমনই একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে। যেখানে একটি ভালুক একজন ব্যক্তির পিছনে পড়ে। এরপরে লোকটি পালানোর জন্য অনেক কৌশল খোঁজেন। কিন্তু তারপরে তিনি যে করেন, তা দেখে আপনি চমকে উঠবেন। লোকটি আর কোনও উপায় না পেয়ে গাছে ওঠা শুরু করে। আর তারপরেই ভালুকটাও তার নাগাল পেয়ে যায়।
That can’t be good ? pic.twitter.com/cXa9rhKNKy
— Wow Terrifying (@WowTerrifying) February 11, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি বনে ঘুরে বেড়াচ্ছেন। সম্ভবত শিকারিও হতে পারেন। এই সময় একটি ভালুক তাকে দেখতে পায়। ব্যক্তিটি নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে গাছে উঠতে শুরু করে। কিন্তু তাতে ভালুকটি আরও রেগে যায়। ব্য়াস! তারপরে ভালুকটিও গাছে উঠতে শুরু করে। এমনটি লোকটি যত উঠছে, ভালুকটিও গাছে উঠছে। লোকটিও ভয়ে বার বার নিচে তাকাচ্ছে। আর ভালুকটিও তাকে কোনও মতে ছাড়তে নারাজ। মুখ দিয়ে লোকটির পা কামড়ে ধরতেই কোনও মতে ছাড়িয়ে নিয়ে সে উপরে উঠে যায়। আর ভালুকটিও গাছের বেশি উপরে উঠতে না পেরে নেমে আসে।
এই ভিডিয়োটি টুইটারে @WowTerrifying নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পরে থেকেই ভাইরাল হয় এই ভিডিয়ো। এখনও পর্যন্ত 4 লাখেরও বেশি ভিউ হয়েছে। আর 8 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছে। অনেক অনেক কমেন্টও করেছেন। কেউ মজার ছলে বলেছেন, “উনি বোধয় ছোট বেলায় ভালুকের গল্পটি পড়েননি। নাহলে উনিও মরে যাওয়ার ভান করতেন।” আরও একজন লিখেছেন, “উনি প্রাণে বেঁচে গেলেন।”