Viral Video: যমরাজ যেন ছুটিতে আছে! বিভিন্ন বহুতলের ছাদের কার্নিশে হেঁটে বেড়ালেন এই ব্যক্তি

Latest Viral Video: এই ব্যক্তির এমন কীর্তি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে বহু সংখ্যক মানুষের। এই ভিডিয়োটি পোলিয়ানস্কি নামে একটি অ্যাকাউন্ট শেয়ার করেছে। যা এখনও পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। তার ইনস্টাগ্রামে দেখলে এমন অনেক ভিডিয়ো দেখতে পাবেন।

Viral Video: যমরাজ যেন ছুটিতে আছে! বিভিন্ন বহুতলের ছাদের কার্নিশে হেঁটে বেড়ালেন এই ব্যক্তি

| Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 19, 2023 | 5:52 PM

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও স্টান্ট ভিডিয়ো ভাইরাল হয়। কখনও কখনও মানুষ স্টান্ট করার জন্য এমন সব বিপজ্জনক জায়গা খুঁজে নেয়, যা দেখলে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। এক যুবক কোনও রকম প্রোটেকশন ছাড়াই এক বহুতল বিল্ডিং থেকে অনেয বিল্ডিংয়ে ঝাঁপ দিচ্ছে। এক কথায় জীবনের ঝুঁকি নিতে একবারও ভাবছেন না এই যুবক। আর তা দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। তবে অনেকেই কমেন্টে তাকে কটাক্ষও করেছেন। এবার দেখে নিন এই স্টান্টটি যা ক্রমশ ভাইরাল হয়ে যাচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। যা দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি বহুতল বিল্ডিংয়ের ছাদ থেকে অন্য ছাদে ঝাঁ দিচ্ছে। আর সেই বিল্ডিংয়ের ছাদ থেকে নীচের দৃশ্যটি এতই ভয়ঙ্কর যে এটি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কেউ পড়ে গেলে তার বাঁচার প্রশ্নই আসে না। কিন্তু এখানে লোকটি নির্ভয়ে রেলিংয়ের উপর দাঁড়িয়ে অন্য দিকে ঝাঁপ দেয়। ভিডিয়োয় দেখতে পাবেন, যুবকটি আবার কয়েক সেকেন্ডের জন্য ঝুলেও থাকেন। তারপরে আবার উপরে চলে আসেন।


এই ব্যক্তির এমন কীর্তি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে বহু সংখ্যক মানুষের। এই ভিডিয়োটি পোলিয়ানস্কি নামে একটি অ্যাকাউন্ট শেয়ার করেছে। যা এখনও পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। তার ইনস্টাগ্রামে দেখলে এমন অনেক ভিডিয়ো দেখতে পাবেন। তবে ভিডিয়োটির ক্যাপশনে তিনি বলে দিয়েছেন, যে কেন জীবনের সঙ্গে তিনি এমনটা করেন। আর তা দেখেই বহু মানুষ তাকে কটাক্ষ করেছে।