AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ট্রেনে ঘুমে ঢুলে পড়লে বিরক্ত হয় পাশের যাত্রী, আজব কায়দা শেখালেন এই ব্যক্তি

A Man Sleeping In Train: বর্তমানে এমন একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখলে আপনার হাসি থামবে না। ট্রেনে ঘুমিয়ে পড়েছেন এক ব্য়ক্তি। আর শুধু তাই নয়, যাতে পাশের জনের গায়ে হেলে না পড়েন তারজন্য় এমন একটি ব্য়বস্থা করেছেন, যা ট্রেনে থাকা অধিকাংশ মানুষের নজর কেড়েছে।

Viral Video: ট্রেনে ঘুমে ঢুলে পড়লে বিরক্ত হয় পাশের যাত্রী, আজব কায়দা শেখালেন এই ব্যক্তি
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 12:45 PM
Share

Latest Viral News: ট্রেনে-বাসে যাতায়াতের সময় অনেকেই ঘুমিয়ে পড়েন। অনেকে তো আবার ঘুমের ঘোরে হেলে পড়েন পাশে বসা কারও ঘাড়ে। যা বেশ লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। আর পাশের মানুষটিও এক্কেবারে এমনটা পছন্দ করেন না। আর ভারতীয়দের কাছে সবসময় সব কিছুর সমাধান থাকে। বর্তমানে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখলে আপনার হাসি থামবে না। ট্রেনে ঘুমিয়ে পড়েছেন এক ব্য়ক্তি। আর শুধু তাই নয়, যাতে পাশের জনের গায়ে হেলে না পড়েন তারজন্য় এমন একটি ব্য়বস্থা করেছেন, যা ট্রেনে থাকা অধিকাংশ মানুষের নজর কেড়েছে। ওনার হেলে যাওয়া যাতে পাশের জনের কাছে বিরক্তির কারণ না হয়, তাই উনি মাথাটিকে গামছা দিয়ে উপরে ব্য়াগ রাখার জায়গার সঙ্গে বেঁধে রেখেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, এক ব্য়ক্তি বেশ গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন। আর তার ডান পাশের লোকটিও ঘুমচ্ছেন। লোকটি তার মাথায় একটি গামছা বেঁধে সেটিকে উপরে একটি রড়ের সঙ্গে বেঁধে রেখেছেন। @navsekera নামে একজন টুইটার ব্যবহারকারী টুইটারে ছবিটি শেয়ার করেছেন । ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ হ্যাশট্যাগ দিয়ে তিনি মজার ছলে লিখেছেন- “এমন জুগাড়ের জন্য আমার কাছে কোনও শব্দ নেই।” তারপর থেকেই ভাইরাল হয়েছে এই ছবি। এখনও পর্যন্ত ছবিটিতে 27 হাজারেরও বেশি লাইক এবং 2 হাজারের বেশি রিটুইট হয়েছে।

এই ছবি টুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীরা অনেক কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “আমার ভারত মহান! ভারতেই এসব সম্ভব।” অন্য একজন কমেন্ট করেছেন, “আমিও এবার থেকে ট্রেনে ঘুম পেলে এমন করবো।”