Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় বাঁদরের এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখলে চোখ ফেরানো দায় হয়ে যায়। কখনও কোনও বাঁদরকে বাসন মাজতে দেখা যায়, আবার কখনও গানের তালে তালে নাচতে দেখা যায়। অনেক ভিডিয়োয় তাদের মজার মজার কাণ্ড কারখানা করতে দেখা যায়। কখনও আবার আঁতকে ওঠার মতো ঘটনাও ঘটে। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি বাঁদর আর একটি কোবরা সাপের মধ্যে লড়াই হচ্ছে। তা দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কোবরাটি যতবারই বাঁদরটির দিকে এগিয়ে যাচ্ছে, ততবারই সেও রেগে গিয়ে তার দিকে পা দেখাচ্ছে। কিছুক্ষণ আপনার এটিকে মজা বলে মনে হলেও কিছুক্ষণ পরে আপনি শিউরে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাঁদর আর একটি কোবরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কেউ কাউকে দেখে পিছু পা হতে নারাজ। সাপটিও বার বার তার ফনা তুলে বাঁদরটিকে আক্রমণ করতে যাচ্ছে। আর অপরদিকে বাঁদরটিও তাকে ভয় দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ এমনভাবে চলার পর বাঁদরটির গায়ে সাপটি ঝাঁপিয়ে পড়ল। আর বাঁদরটিও তাকে দুই হাত দিয়ে ধরে আঘাত করার চেষ্টা করল। এই দৃশ্য দেখে অধিকাংশ নেটিজ়েনই হতবাক হয়েছেন।
Monkey fighting a king Cobra & coming out triumphant.
One of its kind?( Free wild from chains & cages. Forest is their rightful place) pic.twitter.com/OiNoAJEnrQ
— Susanta Nanda (@susantananda3) June 3, 2020
ভিডিয়োটি Susanta Nanda নামের এক ব্যবহারকারী শেয়ার করেছেন। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর ভিউ হয়েছে। অনেকে এই দৃশ্য দেখে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “কেউই কাউকে ছাড়তে রাজি নয়।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এমন ভয়ঙ্কর দৃশ্য আমি আগে কখনও দেখিনি। কোবরা এমনিতেই ভয়ঙ্কর সাপ। বাঁদরটির যখন তখন কিছু একটা হয়ে যেত।”