Latest Viral Video: বাঁদরের বাঁদরামি তো অনেকবারই দেখেছেন। কিন্তু সাংসারিক কাজ করতে দেখেছেন? এখানে দেখুন। চারদিকে ছড়িয়ে রয়েছে বাসন। আর সেই বাসন বেশ ঘষে ঘষে মাজছে এক বাঁদর (Monkey)। তার কাজ করার এমন ইচ্ছা দেখে মুখ লুকাবে অলস মানুষেরা! বেশ দক্ষ মানুষের মতই থালা বাটি মেজে-ঘষে সাফ করছে সে। বাঁদরটি যেভাবে ঘষে-ঘষে বাসন মাজছে, সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ভিডিয়ো দেখে হাসি থামিয়ে রাখতে পারছেন না নেটিজেনরা। দিন কয়েক আগেই প্রকাশ্যে আসা এই ভিডিয়োতে দেখা গিয়েছে একটি বাঁদর খুব পরিশ্রম করে থালা-বাসন মাজছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি (Viral Video) দেখলে আপনি নিজেও হাসি থামাতে পারবেন না। এই বাঁদরের কাজ দেখে অনেকেই হাসি থামাতে পারছেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বাঁদরের চারপাশে অনেক বাসনপত্র রাখা আছে। বেচারা বাঁদরটি খুব কষ্ট করে সেই বাসনগুলি ধুচ্ছে। বাঁদরটি যেভাবে ঘষে-ঘষে বাসন মাজছে তা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিজেদের হাসি থামিয়ে রাখতে পারেননি।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ইতিমধ্যেই 2 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটিতে। কেউ কেউ বাঁদরের তারিফ করলেও, অনেকেই ভিডিয়োটি নিয়ে সমালোচনাও করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি পোস্টের পরেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। অধিকাংশ নেটিজেনরা ভিডিয়োটিতে মজার-মজার কমেন্ট করেছেন। কেউ মজার ছলে বলেছেন, “এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়।” আবার একজন লিখেছেন, “এক্কেবারে ঝকঝকে ভাবে বাসন মাজছে।”