Viral Video: গটগটিয়ে হাঁটছে বিড়াল, পেটে ঝুলছে ছোট্ট বাঁদর, নেটিজেনদের মন জিতল এই ভিডিয়ো

Monkey And Cat Viral Video: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিড়াল এবং বাঁদরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি অনাথ বিড়াল তার মা-কে হারিয়ে ফেলেছে। সে এতটাই ছোট যে একটি বিড়ালকে সে নিজের মা মনে করে জড়িয়ে ধরে আছে।

Viral Video: গটগটিয়ে হাঁটছে বিড়াল, পেটে ঝুলছে ছোট্ট বাঁদর, নেটিজেনদের মন জিতল এই ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 8:45 AM

Latest Viral Video: পশু পাখিদের অনেক ধরনের ছবি এবং ভিডিয়ো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা মানুষের হৃদয় স্পর্শ করে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিড়াল এবং বাঁদরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি অনাথ বিড়াল তার মা-কে হারিয়ে ফেলেছে। সে এতটাই ছোট যে একটি বিড়ালকে সে নিজের মা মনে করে জড়িয়ে ধরে আছে। বিড়ালটিও ছোট্ট বাঁদরটিকে নিজের কাছ ছাড়া করেনি। তাকে সযত্নে নিজের কাছে রেখে দিয়েছে মায়ের মতোই স্নেহ-আদর দিয়ে। এমন ভালবাসা হয়তো তাদের মধ্য়েই দেখা যায়। বানরের বাচ্চাটিও বিড়ালকে নিজের মা মনে করে বুকে আঁকড়ে আছে। ভিডিয়োটি দেখে অধিকাংশ নেটিজ়েনই চোখের জল ধরে রাখতে পারেননি।

Nypost-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিয়োটি মালয়েশিয়ার। আবু নামে একটি 8 মাস বয়সী বাদঁর বিড়ালটিকে তার মা ভেবে বুকে আঁকড়ে ধরে রয়েছে। আশ্চর্যের বিষয় হল বিড়ালটিও তাতে কিছু মনে করেনি এবং খুশিতে ছোট্ট বাদঁরটিকে নিয়ে ঘুরছে। এই অপরূপ দৃশ্য দেখে সেখানকার মানুষও স্তম্ভিত। একজন টুইটার ব্য়বহারকারী এই ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট্ট বাদঁর বিড়ালকে জড়িয়ে ধরে ঝুলছে। আর রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট্ট বাঁদরটি যাতে আঘাত না পায় সেদিকেও খেয়াল রাখছে বিড়ালটি। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়োটি মন জয় করেছে অসংখ্য় নেটিজেনের।

শেয়ার করার পর থেকে ক্রমশ ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। এখনো পর্যন্ত এটি এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। আর প্রায় 48,000 মানুষ লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। কমেন্টে এক ব্যবহারকারী লিখেছেন, “এদের ভালোবাসা অমূল্য।” অন্য় একজন লিখেছেন, “বিড়ালটিও বুঝতে পেরেছে এত ছোট বাঁদরটি বাবা-মাকে হারিয়েছে।”