সমুদ্রের তলদেশ থেকে অদ্ভুত জীব (Bizarre Sea Life) খুঁজে পাওয়া নতুন কোনও নতুন ঘটনা নয়। তবে সম্প্রতি এমন এক আজব প্রাণী (Alien Sea Creatures) খুঁজে পাওয়া গিয়েছে যা দেখে সকলেই চমকে গিয়েছেন। সামুদ্রিক এই প্রাণীর মুখ অনেকটা মানুষের মতো। কিন্তু দেহের আকার মাছের ধরনের। একটি ভাইরাল ভিডিয়োতে (Viral Video) এমন আজব প্রাণীকে দেখা গিয়েছে। এমন আজব সামুদ্রিক জীবের দেখা এর আগে কখনই পাওয়া যায়নি বলেই জানিয়েছেন নেটিজ়েনদের অনেকে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে এই আজব প্রাণী। অস্ট্রেলিয়ার বন্ডি এলাকায় এই অদ্ভুত দর্শন জীবের সন্ধান পাওয়া গিয়েছে। গত ৫ এপ্রিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পান ড্রিউ ল্যামবার্ট নামের এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই এই আজব প্রাণীর একটি ভিডিয়ো করে সেটা ফেসবুকে পোস্ট করেন তিনি। জানতে চান, এই অদ্ভুত দর্শন ‘এলিয়েন’ সামুদ্রিক জীবটির নাম কী।
দেখুন সেই আজব সামুদ্রিক প্রাণীর ভাইরাল ভিডিয়ো
ওই ভাইরাল হওয়া ভিডিয়োতেই এক ব্যক্তির কণ্ঠস্বর শোনা গিয়েছে। তিনি এই অদ্ভুত দর্শন সামুদ্রিক জীবটিকে ‘হর্ন শার্ক’ বলে চিহ্নিত করেছেন। এই আজব প্রাণীর মুখের গঠন অনেকটাই মানুষের মতো। মানুষের মতো ঠোঁটও রয়েছে এই সামুদ্রিক প্রাণীর। আর তা এমন ভাবে মুখের উপর রয়েছে যে দেখে মনে হচ্ছে যেন কাউকে চুমু খেতে উদ্যত হয়েছে এই সামুদ্রিক জীব। ড্রিউ নামের যে ব্যক্তি এই আজব প্রাণীর ভিডিয়ো তুলেছেন, তিনি জানিয়েছেন যে এর আগে কখনও এমন অদ্ভুত দর্শন সামুদ্রিক জীব দেখেননি। প্রায় ২০ বছর ধরে অস্ট্রেলিয়ার বন্ডির বাসিন্দা ওই ব্যক্তি। এই ২০ বছরে তিনি এমন অদ্ভুত সামুদ্রিক প্রাণীর দেখা পাননি। তাই প্রথমবার এমন জীব সামনে দেখে চমকে গিয়েছিলেন তিনি। একদৃষ্টে তাকিয়ে থাকার পর নজরে এসেছিল যে এই সামুদ্রিক জীবের মুখে যেন মানুষেত মতো একটা ঠোঁট রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই অদ্ভুত দেখতে সামুদ্রিক জীবের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নেটিজ়েনদের অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে বলেছেন এটি একটি stingray। সম্ভবত এর মৃত্যু হয়েছে তাই এর লেজ কুণ্ডলীকৃত হয়ে গিয়েছে। আর দেহের অভ্যন্তরীণ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলি ফুলে গিয়েছে। কেউ বা বলেছেন এটি একটি numbfish। এদের স্পর্শ করলে বিদ্যুৎ উৎপন্ন হয় অর্থাৎ ইলেকট্রিক শক বা কারেন্টের শক লাগতে পারে। তবে সি লাইফ সিডনি অ্যাকোরিয়ামের সুপারভাইজার Laetitia Hannan জানিয়েছেন এই প্রাণী একটি numb ray অথবা coffin ray।
আরও পড়ুন- Viral Video: যাত্রী সহ মাঝ আকাশে ভেঙে পড়ল হট এয়ার বেলুন! তারপর কী হল? দেখুন ভাইরাল ভিডিয়োয়