
সিনেমার দৃশ্য বা সংলাপ নিয়ে মিম তৈরি করা বা সোশ্যাল মিডিয়ায় সেটা ব্যাপক হারে ভাইরাল হওয়া নতুন ঘটনা নয়। সম্প্রতি তেমনই এক মিম- এর সাক্ষী থেকেছে নেট দুনিয়া। অমৃতা রাওয়ের বিখ্যাত ছবি ‘বিবাহ’। এই ছবিতে অমৃতার সঙ্গে ছিলেন শাহিদ কাপুর। শাহিদের সঙ্গে অমৃতার অনস্ক্রিন রোম্যান্সের কথা মনে আছে সিনেমাপ্রেমী প্রায় সব দর্শকেরই। এই ছবিরই একটি দৃশ্যে ছিল বেগুনি রঙের সালোয়ার-কামিজ পরে সবাইয়ের হাতে জলের গ্লাস তুলে দিচ্ছেন অমৃত ওরফে পুনম।
JAL LENGE ❓ …#jallijiyememes #VIVAH #rajshriproductions pic.twitter.com/DRz8lchtzP
— AMRITA RAO ?? (@AmritaRao) May 30, 2021
এই ‘জল লিজিয়ে’ সংলাপ আর ওই দৃশ্য নিয়েই গত কয়েকদিনে শয়ে শয়ে মিম তৈরি হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে সেইসব মিম। হাসতে হাসতে নেটিজ়েনদের পেটে খিল ধরার উপক্রম। এদিকে অন্য কোনও অভিনেতা বা অভিনেত্রী হলে বোধহয়, তাঁর ছবির সংলাপ-দৃশ্য নিয়ে তৈরি মিম দেখলে ক্ষেপে যেতেন। কিন্তু অমৃতা রাও সেসব দিকেই যাননি। বরং পাল্টা একটা ভিডিয়ো পোস্ট করেছেন। আর তা দেখে নতুন করে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- সফট ড্রিঙ্কের বোতলের ঢাকনা খুলে দিল মাছি! দেখুন ভাইরাল ভিডিয়ো
অমৃতার পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রথমে হাতে করে স্টিলের গ্লাসে জল নিয়ে এসে সেটা খাওয়ার অনুরোধ করছেন অভিনেত্রী। তারপর ক্ষণিকের জন্য উধাও হয়ে যান অমৃতা। আর এরপরই ছিল আসল ট্যুইস্ট। এক বালতি জল এনে সোজা ছুড়ে দেন অভিনেত্রী। তারপর বেশ মজা করে হেসে হেসে অমৃতাকে বলতে শোনা গিয়েছে, ‘কী আরও জল চাই? এবার একদম স্নানই করে নিন।’ শেষে আবার ‘হ্যাপি হোলি’ বলতেও শোনা গিয়েছে অমৃতাকে। আর সত্যিই তো, হোলির দিন রঙ মেখে ভুত সাজার পর যেভাবে বাড়ির বড়রা বালতি করে জল ছুড়ে বাচ্চাদের স্নান করান, খানিকটা তেমন স্টাইলেই নিজের ভিডিয়োতে বালতি থেকে জল ছুড়েছেন অমৃতাও।