AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সফট ড্রিঙ্কের বোতলের ঢাকনা খুলে দিল মাছি! দেখুন ভাইরাল ভিডিয়ো

লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন। শোনা যাচ্ছে, গত সপ্তাহে ব্রাজিলের সাও পাওলোতে এই ভিডিয়ো তোলা হয়েছিল।

সফট ড্রিঙ্কের বোতলের ঢাকনা খুলে দিল মাছি! দেখুন ভাইরাল ভিডিয়ো
বোতলের ঢাকনা খোলার চেষ্টায় দুই মাছি।
| Updated on: May 29, 2021 | 7:52 PM
Share

সোশ্যাল মিডিয়া এক আজব দুনিয়া। প্রতিদিনই বিভিন্ন ধরনের মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। তবে সম্প্রতি এমন একটি ভিডিয়ো টুইটারে ছড়িয়ে পড়েছে, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটাগরিকরা। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে একটি নরম পানীয়ের বোতলের ঢাকনা খুলে দিয়েছে দুটো মাছি। শুনে চমকে গেলেন? ভিডিয়ো দেখলে বিস্ময়ের ঘোর কাটতে চাইবে না।

ব্রাজিলের সাও পাওলো- তে এই ভিডিয়ো তোলা হয়েছে। দেখা গিয়েছে, রাস্তার উপরে রাখা রয়েছে ফ্যান্টার একটি ছোট বোতল। প্রাণপনে তার ঢাকনা খোলার চেষ্টা করছে দুটো ছোট মাছি। তারা খানিকটা আলগাও করে ফেলেছে বোতলের ঢাকনা। কিন্তু পুরোপুরি খোলা তখনও বাকি। এদিক ওদিক নড়েচড়ে ঠিক বোতলের ঢাকনা পুরোপুরি খুলে ফেলতে সক্ষম হয়েছে ওই দুটো মাছি। সত্যিই এমন বিস্ময়কর জিনিস কীভাবে ঘটল, এখন তা বোঝার চেষ্টায় রয়েছেন নেটিজ়েনরা।

আরও পড়ুন- এ যেন স্পাইডার ম্যান! তরতর করে পিলার বেয়ে উঠে পড়েছে একরত্তি, দেখুন ছোট্ট ছেলের ভাইরাল ভিডিয়ো

লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন। শোনা যাচ্ছে, গত সপ্তাহে সাও পাওলোতে এই ভিডিয়ো তোলা হয়েছিল। চলতি সপ্তাহের বুধবার নাগাদ এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মাছিদের কাণ্ড-কারখানা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকরা। কেউ বলছেন, ‘এটা সত্যিই অবশ্বাস্য’। কেউবা বলছেন, ‘লকডাউনে মাছিরা যে বিভিন্ন কাজকর্ম শিখছে, তার প্রমাণ পাওয়া গেল’। অনেকে আবার বলেছেন, ফ্যান্টা কোম্পানির উচিত এই ভিডিয়ো তাদের বিজ্ঞাপনে ব্যবহার করা। নিঃসন্দেহে ব্যবসায় লাভ বাড়বে।