
Viral Latest Video: শরীর খারাপ হলে নানা ধরনের পরীক্ষা আর সঙ্গে এক্স-রে তো একেবারে প্রাথমিক পরীক্ষার মধ্যেই পড়ে। কিন্তু এখানে মানুষ না, কথা হচ্ছে একটি হাতির এক্স-রে নিয়ে। জীববিজ্ঞানীরা বলেন, হাতি এমনিতেই অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। হাতির বুদ্ধি অন্য বহু প্রাণীর তুলনায় অনেকটাই বেশি। কিন্তু এক্স-রে পরীক্ষার ক্ষেত্রে মানুষ যেমন বাধ্য, পশুরা সকলে তেমন বাধ্য হয় না। এক্স-রে করার সময় তাদের নিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই সমস্যায় পড়েন চিকিৎসকরা। কিন্তু প্রচলিত সেই ধারণাটি ভেঙে দিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া হাতিটি।
হাতিটি নিজের প্রয়োজনে গটগট করে হাজির হয়েছে হাসপাতালে এক্স-রে করাতে। তার গলা থেকে পেট পর্যন্ত বড় অংশের এক্স-রে করানোর দরকার হয়েছিল। তার শরীরের অবস্থা যে ঠিক নয়, এটি সে নিজেই বুঝতে পারে। তার পরে যেই তাকে নির্দেশ দেওয়া হয়, পরীক্ষাগারে যেতে, সে হাজির হয়ে যায় পরীক্ষাকেন্দ্রে। এক চিকিৎসক এক্স-রে পরীক্ষার ল্যাবে নিয়ে এসেছিলেন বিশাল হাতিটিকে। সে নির্দ্বিধায় হেঁটে হেঁটে ল্যাবে ঢুকেছে। কারও কোনও কথা অমান্য করেনি।
I am sure you have never seen such a cooperative patient coming in for an X-Ray pic.twitter.com/UNmhSIrXOr
— Kaveri ?? (@ikaveri) December 7, 2022
কাভারি নামের এক টুইটার ব্য়বহারকারী ভিডিওটি শেয়ার করেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ল্যাবে ঢুকে হাতিটি প্রথমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। কোথা থেকে কী ভাবে যন্ত্রপাতি বার করা হচ্ছে, তা ধৈর্য ধরে দেখে। স্বাস্থ্যকর্মীরা তাকে ঠিক যেমন যেমন বলছেন, সেই কথা অক্ষরে অক্ষের পালন করছে হাতিটি। তাকে যেভাবে পাশ ফিরে শুতে বলা হয়, সেভাবেই শোয়। অন্য দিকে ঘুরতে বললে, তখনই সে নির্দেশ মেনে কাজটি করে। তার দ্বারা কারও কোনও অনিষ্ট তো দূরের কথা, সামান্য আঁচটুকুও লাগেনি এক্স-রে মেশিনের গায়ে। সে সব নির্দেশ এমন ভাবে পালন করেছে যেন তার সঙ্গে কী হচ্ছে, তার চারপাশে কে কী করছে, সে সবটাই বুঝতে পারছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় হাতির এমন কীর্তি দেখে অধিকাংশ নেটিজেনরা অবাক। অনেকে এই ভিডিয়োর নীচে অনেক রকম কমেন্ট করেছেন। কেউ বলেছেন, ‘‘ও আকেবারে বাধ্য় ছাত্রের মতো সব করলো।’’ কেউ কেউ হাতিটির দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘‘ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক।’’