Viral Video: আর এক ডান্সিং আঙ্কল ভাইরাল, নাচে হার মানাতে পারেন মাইকেল জ্যাকসনকেও!

Dancing Uncle: আর এক ডান্সিং আঙ্কল ভাইরাল হয়েছেন সম্প্রতি। তাঁর নাচের সঙ্গে অনেকে আবার মাইকেল জ্যাকসনের তুলনা করেছেন। দেখে নিন তার একটা ভিডিয়ো।

Viral Video: আর এক ডান্সিং আঙ্কল ভাইরাল, নাচে হার মানাতে পারেন মাইকেল জ্যাকসনকেও!
ভাইরাল বিডিয়ে থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 10:35 PM

বেশ কিছু বছর আগে ভাইরাল হয়েছিল এক ডান্সিং আঙ্কল (Dancing Uncle)। গোবিন্দার এক গানে নেচে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন। তেমনই আর এক ডান্সিং আঙ্কলের খোঁজ মিলল। জনপ্রিয় একটা ভোজপুরী নাচলেন। এমনই নাচলেন যে, নেটিজেনরা সরাসরি মাইকেল জ্যাকসনের (Michael Jackson) সঙ্গে তুলনা শুরু করে দিয়েছেন। আর সে নাচ দেখতে দেখতে হাসিতে আপনার পেটে খিলও ধরতে পারে।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে কয়েক দিন আগেই। সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে একটি ভোজপুরী গানে নাচতে। তাঁর সঙ্গে কিছু ব্যাকআপ ডান্সার এবং মহিলাকেও নাচতে দেখা যাচ্ছে।

প্রায় ১২ লাখের কাছাকাছি ভিউ হতে চলল এই ভিডিয়োর। বহু মানুষ কমেন্টও করেছেন এই ভিডিয়োতে। একজন লিখলেন, “অসাধারণ নাচতে জানেন ইনি। মাইকেল জ্যাকসনকেও হার মানাতে পারেন!”

আর একজন লিখলেন, “ইনি একটু মজা করলেন ঠিকই তবে দারুণ নাচতে পারেন।” অন্য আর একজনের বক্তব্য, “সেই ডান্সিং আঙ্কেলের কথা মনে করিয়ে দিলেন ইনি।”

আরও পড়ুন: ঠাকুমাকে বাড়ি ফিরতে দেবে না, হাত চেপে ধরে সারমেয়র কাতর মিনতি!

আরও পড়ুন: রাজনীতি কী? ‘গরমেন্ট’-এর কী কাজ? ভগবন্ত মানের উত্তরে সিধুর কী হাসি! লাফটার চ্যালেঞ্জের পুরনো ভিডিয়ো এখন ভাইরাল

আরও পড়ুন: কুকুরের হানা থেকে বাঁচতে মরে যাওয়ার অভিনয় হাঁসের, ভিডিয়ো নেটাগরিকদের মন জিতল!