Latest Viral Video: যোগগুরু বাবা রামদেবের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। সেখানে দেখা যাচ্ছে, এক্কেবারে নতুন ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 গাড়িটি চালাচ্ছেন রামদেব। জানা গিয়েছে, এই ভিডিয়োটি উত্তরাখণ্ডের হরিদ্বারের। গত 24 জুলাই ইনস্টাগ্রামে @automobiliardent নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়। তার পর থেকে তা ব্যাপক ভাইরাল হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োতে 12.6 হাজার লাইক এবং 1 লাখ 52 হাজারের বেশি ভিউ হয়েছে। নেটিজ়েনদের একাংশ বাবা রামদেবকে গাড়ি চালাতে দেখে হতবাক হয়েছেন। আর একটা অংশ আবার তাঁর এহেন বিলাসবহুল জীবনযাপন দেখে নিন্দা করেছেন।
ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 গাড়িটি 2023 সালের ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ করা হয়েছে। গাড়িটির এক্স-শোরুম প্রাইস 1.30 কোটি থেকে 1.41 কোটি টাকার মধ্যে। ভারতের বাজারে গাড়িটির দুটি ইঞ্জিন ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের একটি 3.0 লিটারের পেট্রল ইঞ্জিন এবং দ্বিতীয়টি 3.0 লিটার ডিজেল ইঞ্জিন। বহু সেলিব্রিটিকে ইতিমধ্যেই এই গাড়িটি ক্রয় করতে দেখা গিয়েছে। সেই তালিকায় এবার নবতম সংযোজন যোগগুরু বাবা রামদেব। যদিও রামদেব এই গাড়িটি নিজে কিনেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 এর যে দুটি ভ্যারিয়েন্ট ভারতে রয়েছে, সেই দুটি মডেলই বেশ শক্তিশালী এবং হাল্কা-হাইব্রিড প্রযুক্তি দ্বারা সজ্জিত। তবে রামদেব বাবা বিশ্বের ধনীতম ব্যক্তিদের একজন। কয়েক দিন আগে তিনি একটি Mahindra XUV700 SUV কিনেছিলেন। সেই গাড়িটি চালানোর একটি ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এদিকে সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, বাবা রামদেব গাড়িটি চালানোর আগে ব্র্যান্ড নিউ মডেলটি পরীক্ষা করছেন। গাড়িতে আরও লোকজন আছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি নিয়ে লোকজনের নানাবিধ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন লিখেছেন, ‘ইনি বাবা নন, তিনি ভারতের 17তম ধনী ব্যক্তি।’ অন্যজন যোগ করে বললেন, ‘দেশি-দেশি কথা বলে বিদেশি গাড়ি চড়ছেন বাবাজি।’