Latest Viral Video: সাপ দেখলে আঁতকে উঠি আমরা। তা চোখের সামনেই হোক বা মোবাইলের স্ক্রিনে। কিন্তু অনেকেরই মনে হতে পারে, বড় সাপ দেখলে যতটা ভয় লাগে, ছোট সাপ অর্থাৎ সাপের বাচ্চা (Baby Cobra) দেখলে ততটা ভয় না-ও লাগতে পারে। আদতে কিন্তু তা নয়। সেরকমই এক সাপের দেখা মিলল, যার ক্ষমতা দেখলে আপনি হতচকিত হয়ে যাবেন। একটি বাড়িতে ডাস্টবিনের (Dustbin) নিচে লুকিয়ে ছিল সাপটি। আর সেই সাপটিকে বের করতে গিয়ে হিমশিম খেলেন উদ্ধারকারী। ঘোর বর্ষায় এই ভিডিয়ো দেখার পর আপনিও হয়তো বাড়ির ডাস্টবিনের নিচটা একবার ভাল করে দেখে নেবেন।
ইনস্টাগ্রামে @rescuevlogs নামক একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়। সেখানেই দেখা গিয়েছে, ডাস্টবিনের ভিতরে ছোট্ট একটি সাপ লুকিয়ে ছিল। বর্ষাকালে সাপের আনাগোনা হতেই থাকে। শুকনো জায়গার খোঁজ করতে গিয়ে তারা বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। অনেক সময় এমন কিছু সাপ আমাদের বাড়িতে ঢুকে পড়ে, যেগুলি বিষাক্ত নয়। তাদের নিয়ে খুব একটা সমস্যা হয় না আমাদের। যদিও কোন সাপ বিষধর, আর কোনটা নয়, তা যে বোঝা বড়ই মুশকিল। তাই, অগত্যা আমাদের উদ্ধারকারীদের ডাকতেই হয়। এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল।
ভিডিয়োতে ডাস্টবিনের নিচে যে সাপটিকে দেখা গিয়েছে, সেটি একটি বেবি কোবরা। সবুজ রঙের ডাস্টবিনটা যেই না উদ্ধারকারী দলের এক সদস্য উল্টে দিলেন, সঙ্গে সঙ্গে সাপটি উঠে চলে আসে ডাস্টবিনের উপরের দিকে। সে সাপ ছোট্ট হলে কী হবে, ফণা বের করে তার দাপট দেখাতে থাকে। আক্রমণের মোডেই ছিল বেবি কোবরাটি।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অল্প সময়ের মধ্যেই তার ভিউ 9 লাখ ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ছবিতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন বললেন, “এই ধরনের ফ্লোর থাকলেই সেখান থেকে বেশি করে সাপ বের হবে।” দ্বিতীয় জনের বক্তব্য, ‘এরকম সাপ কোথায় ঢুকেছিল ভাই! আমাদের বাড়িতে এলে তো আমি পালাতাম, তা সে যত ছোটই হোক না কেন!’তৃতীয় জন জুড়লেন, ‘সাপটাকে এতটাই কিউট মনে হচ্ছে, দেখা মাত্রই চুমু খেতে ইচ্ছে করছিল।’