সাপ দেখলে শিউরে উঠি আমরা। সামনে দেখি আর টিভির পর্দায় দেখি, সাপ এমনই ভয়ঙ্কর এক প্রাণী। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়শই সাপদের নানাবিধ ভিডিয়ো দেখে থাকি। কখনও এক ভয়ঙ্কর সাপ, যাকে উদ্ধার করতে গিয়েই উদ্ধারকারীকে ভিরমি খেতে হচ্ছে। কখনও আবার কিছু উদ্ভট সাপ দেখে থাকি আমরা। কিন্তু সাপ যেমনই হোক, কিউট বা উদ্ভট, সবই মানুষের কাছে ভয়ের। তাই সাপের ভিডিয়ো দেখলে অনেক সময়ই আমাদের গা শিরশির করে ওঠে। কিন্তু একসঙ্গে একবস্তা সাপ কিলবিল করছে, এমনটা কখনও দেখেছেন। এমন দৃশ্য যদি আপনার নজরে কখনও না আসে, তাহলে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তেমনই একটা ভিডিয়ো আপনাদের দেখাব।
ইনস্টাগ্রামে ‘স্নেক_ওয়ার্ল্ড’ নামক একটি পেজ থেকে এই সাপের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে এক ব্যক্তি চরম সাহসিকতা দেখিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি কোথাও থেকে এক ব্যাগ সাপ নিয়ে এসে তাদের একসঙ্গে একটি জঙ্গলে ছেড়ে দিলেন। আপনি যদি একবার ভিডিয়োটা দেখেন, তাহলে খেয়াল করবেন কিলবিল করছে একঝাঁক সাপ। তবে বস্তা থেকে ওই গুচ্ছের সাপগুলিকে বের করা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন!
তবে সবথেকে ভয়ঙ্কর দিকটি হল, ওই ব্যক্তি ব্যাগ থেকে সব সাপগুলিকে বের করে এক এক করে তাদের আলাদা করছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন! তাদের গায়ে হাত দিয়ে ওই এক ঝাঁক সাপকে আলাদা করছিলেন তিনি। সেই সাপগুলিকে আলাদা করার পরই দেখা গেল, তারা যে যেমন পারছে এদিক-সেদিক চলে যাচ্ছে।
এই ভিডিয়োটি কোথায়, কবে তোলা হয়েছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সাপদের সঙ্গে ব্যক্তি যেরকম ভাবে স্টান্ট দেখিয়েছেন, তাতে অবাক হয়েছেন নেটিজ়েনরা। অনেকেই জানিয়েছেন, তাঁরা সাপ দেখেছেন ঠিকই। কিন্তু এত সাপ একসঙ্গে কখনও দেখেননি বলে জানিয়েছেন নেটপাড়ার লোকজন।