মজাদার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক নাপিত তার দোকানের কাস্টমারের গালে ঠাসিয়ে একটা চড় মারলেন। কিন্তু তাতে মজার কী? আসলে চড় মারার কারণটাই মজাদার। সেই কারণ শুনে আপনি ওই নাপিতের জায়গায় থাকলে একই কাজ করতেন। ইনস্টাগ্রামে একটি মিম পেজ থেকে শেয়ার করা এই ভিডিয়োর এর মধ্যেই 40,000-এর কাছাকাছি ভিউ হয়েছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই নাপিত তার একজন কাস্টমারের গলায় চাদর পরিয়ে দিচ্ছেন। চুল কাটতে যাবেন বলেই তার শরীরটা ঢাকছেন তিনি। কিন্তু সেই চুল কাটতে গিয়েই তিনি যা দেখলেন, তাতে সকলের চক্ষু চড়কগাছ।
আসলে ওই ব্যক্তি অর্থাৎ কাস্টমারের মাথায় একটি স্কার্ফ জড়ানো ছিল। কিন্তু সেই স্কার্ফ খুলতেই যত বিপত্তি। দেখা গেল, ব্যক্তির মাথায় একটিও চুল। স্যালোঁতে যেখানে এত মানুষ চুল কাটানোর জন্য অপেক্ষারত, তখন এই ভাবে প্র্যাঙ্ক করার জন্যই শেষমেশ থাপ্পড় খেতে হয় কাস্টমারকে।
কাস্টমারের এই প্র্যাঙ্ক করার কায়দা দেখে স্যালোঁতে থাকা অন্যান্য মানুষজনও হাসতে থাকেন। আর সেই ভিডিয়োই এখন নেটপাড়ায় খুব ভাইরাল। নেটিজ়েনরাও এই ভিডিয়ো দেখে হেসে রীতিমতো কুটিপাটি খেতে থাকেন।