পায়ের ছন্দে বাজল ‘বেলা চাও’: ভিডিও ভাইরাল

কী গান বাজানো হল গ্র্যান্ড সেই পিয়ানোয়? ‘Bella ciao’!

পায়ের ছন্দে বাজল ‘বেলা চাও’: ভিডিও ভাইরাল
গ্র্যান্ড পিয়ানোয় বেলা চাও

|

Nov 24, 2020 | 12:49 PM

Tv9 বাংলা ডিজিটাল:  সামনে প্রচুর দর্শক। তাকিয়ে আছে মেয়েটির দিকে। পাশ থেকে ছেলেটি হাততালি দিতে দিতে ছন্দে নিয়ে এল দর্শকদের। তারাও ছেলেটির সঙ্গে রিদমে দিতে থাকল হাততালি। সামনে নিচে রাখা গ্র্যান্ড পিয়ানো। কিন্ত নাহ! হাত দিয়ে নয়। পায়ের আলতো চাপেই বাজবে সে পিয়ানো। মেয়েটি শুরু করলেন পায়ের ছন্দে সুর মেলাতে। আর কিছুক্ষণ পরে ছেলেটিও ধরলেন সেই এক সুর। পায়ের চাপে নৃত্য আর পিয়ানোর সুর মিলে মিশে একাকার তখন। সদ্য ভাইরাল হওয়া চুয়ান্ন সেকেন্ডের ভিডিওয় ৩২ মিলিয়ন ভিউজ!

আরও পড়ুন গার্বেজ ক্লিনারদের কুকিজ উপহার দিল তিন বছরের বার্থডে বয়: ভিডিও ভাইরাল

আর কী গান বাজানো হল গ্র্যান্ড সেই পিয়ানোয়?

‘Bella ciao’!  ইতালির সেই বিখ্যাত লোকসঙ্গীত ! কিন্তু এই গানটি ব্যবহার করা হয়েছে  ‘Money heist’ ওয়েব সিরিজে। প্রফেসরের গলায় এ গান কিন্তু এখনও মনে ধরে আছে।

নিচে রইল সেই ভাইরাল ভিডিও।