Latest Viral Video: বেঙ্গালুরু জ্যামের গল্প বোধহয় বন্ধুবান্ধব, আত্মীয়ের কাছ থেকে শুনেছেন। জ্যামের চক্করে কর্ণাটকের রাজধানী শহরের মানুষজনের কী দশা হয়, তা বোধহয় ভাইরাল ভিডিয়োর দৌলতে দেখেছেন। সত্যিই অবাক করে দেওয়ার মতো জ্যাম দেখা যায় সেখানে। সম্প্রতি Rishivaths নামের এক X ব্যবহারকারী বেঙ্গালুরুর ট্রাফিকের একটি বেদনাদায়ক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ট্রাফিকে ফেঁসে তিনি এতটাই ক্ষুধার্ত হয়েছিলেন যে, খাবার অর্ডার করে ফেলেছিলেন। আর সেই খাবার ঠিক সেখানেই ট্রাফিক জ্যামে ফেঁসে থাকা তাঁর গাড়িতেই ডেলিভারি করা যায়। অবাক কাণ্ড, কী বলেন?
Dominos-এর কাছে খাবার অর্ডার করেছিলেন তিনি। X প্ল্যাটফর্মে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। 30 সেকেন্ডের সেই ভিডিয়োটি তিনি নিজেই শুট করেছেন ব্যস্ত রাস্তায় ট্রাফিকে জ্যামে আডটে গিয়ে। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, জ্যামে ফেঁসে যখন তাঁর পথ অবরুদ্ধ, তখনই গাড়ির সামনে এসে একটি স্কুটার থামে। স্কুটারে ছিলেন ডমিনোজ়ের দুজন ডেলিভারি বয়। তাঁরা স্কুটার পার্ক করলেন ঋষিবৎসের ঠিক গাড়ির সামনেই।
When we decided to order from @dominos during the Bangalore choke. They were kind enough to track our live location (a few metres away from our random location added in the traffic) and deliver to us in the traffic jam. #Bengaluru #bengalurutraffic #bangaloretraffic pic.twitter.com/stnFDh2cHz
— Rishivaths (@rishivaths) September 27, 2023
ভিডিয়োটি রেকর্ড করার সময় ব্যাকগ্রাউন্ডে কিছু মহিলার কথা শোনা গিয়েছে। আর দেখা গিয়েছে, সামনে দাঁড়িয়ে থাকার সুবিশাল গাড়ির সারি। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ব্যাঙ্গালোর চকে জ্যামে ফেঁসে আমরা খাবার অর্ডার করেছিলাম। তাঁরা এতটাই দয়ালু যে আমাদের লাইভ লোকেশন ট্র্যাক করে এই ট্রাফিক জ্যামের সময়ও আমাদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন।”
এখন এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনদের একাংশ খানিক বিভ্রান্ত। কেউ বলেছেন উনি কি জ্যাম কতটা ছিল সেটা দেখাতে চাইলেন নাকি এই জ্যামের মধ্যেও যে গাড়ির সামনে কেউ খাবার ডেলিভারি করতে পারে, সেটা দেখালেন? X ব্যবহারকারীদের অনেকেই ব্যাঙ্গালোরের জ্যাম সম্পর্কে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ আবার ডমিনোজ়ের এই দুই ডেলিভারি এজেন্টের প্রশংসা করেছেন। বলছেন, “এরকম সক্রিয় ভাবে গাড়ির সামনে খাবার ডেলিভারি যেন সত্যিই বিরাট প্রাপ্তি। তাঁদেরও টিপ প্রাপ্য।”