Paper Bag Helmet: সঙ্গে হেলমেট নেই? বিকল্পের সন্ধান দিল বেঙ্গালুরুর রাস্তা

Bengaluru News: সেই বেঙ্গালুরুর রাস্তাই এবার হেলমেটের বিকল্পের সন্ধান দিল। উদ্ভট একটা মুহূর্ত ধরা পড়েছে সম্প্রতি। বাইকের পিছনে বসা এক ব্যক্তিকে দেখা গিয়েছে, হেলমেটের পরিবর্তে তিনি কাগজের ব্যাগ মাথায় দিয়েছেন। এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করা হয়েছে @3rdEyeDude নামক একটি হ্যান্ডেল থেকে। সেই ছবি এখন ব্যাপক ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ছবিতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Paper Bag Helmet: সঙ্গে হেলমেট নেই? বিকল্পের সন্ধান দিল বেঙ্গালুরুর রাস্তা
হেলমেটের পরিবর্তে শেষে কিনা কাগজের ব্যাগ!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 16, 2023 | 1:48 PM

Paper Bag As Helmet: সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা বাংলায় বসে বেঙ্গালুরুর রাস্তার হাল-হকিকত সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। কখনও ট্রাফিক জ্যামের কারণেই গাড়িতে বসেই খাবার অর্ডার করেন কেউ, কখনও আবার কাউকে দেখেছি বাইকের পিছনে বসেই ল্যাপটপ খুলে অফিসের কাজ শুরু করে দিতে। বেঙ্গালুরুর রাস্তা এতই বৈচিত্র্যময় যে, সেখানে একটা গোটা সিনেমা পর্যন্ত হতে পারে। হ্যাঁ, পূর্ণ দৈর্ঘ্যের একটা সিনেমা। একবার ট্র্যাফিক জ্যাম শুরু হলে ঘণ্টাখানেকের আগে নিস্তার নেই।

সেই বেঙ্গালুরুর রাস্তাই এবার হেলমেটের বিকল্পের সন্ধান দিল। উদ্ভট একটা মুহূর্ত ধরা পড়েছে সম্প্রতি। বাইকের পিছনে বসা এক ব্যক্তিকে দেখা গিয়েছে, হেলমেটের পরিবর্তে তিনি কাগজের ব্যাগ মাথায় দিয়েছেন। এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করা হয়েছে @3rdEyeDude নামক একটি হ্যান্ডেল থেকে। সেই ছবি এখন ব্যাপক ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ছবিতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


গত 12 নভেম্বর ছবিটি পোস্ট করা হয়েছিল। X হ্যান্ডেলে শেয়ার করা ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘এ আবার কেমন হেলমেট!’ পোস্টটি করার পর থেকে এখনও পর্যন্ত 35.3K ভিউ পেয়েছে ছবিটি। প্রায় 300রও বেশি লাইক পড়েছে। ছবিটি দেখার পরে মজাদার সব মন্তব্য করেছেন নেটিজ়েনরা।

একজন লিখলেন, ‘ফটোগ্রাফার বোধহয় তাঁর এআই ক্যামেরা পরীক্ষা করছিলেন।’ দ্বিতীয়জন যোগ করলেন, ‘এরকম মিষ্টি হেলমেট খুবই কম দেখা যায়। এরকম হেলমেট থাকলে পরিবেশের জন্য ভাল। এটা ঠিক যে দুর্ঘটনার সময় আমরা বিন্দুমাত্র সুরক্ষিত থাকবো না। কিন্তু 100% পুনর্ব্যবহারযোগ্য এবং মাথার সুরক্ষার জন্য 0% নিরাপদ।’