Bike Stunt Video: মহিলাদের ইম্প্রেস করতে গিয়ে বাইক স্টান্ট! হুড়মুড়িয়ে পড়লেন যুবক, কেতবাজি মুহূর্তে কান্নায় পরিণত…
Viral Video Today: এক মহিলাকে ইম্প্রেস করতে গিয়ে বাইকে স্টান্ট দেখালেন ব্যক্তি। আর সেই স্টান্ট দেখাতে গিয়েই বাইক থেকে সটান রাস্তায় পড়ে গেলেন তিনি। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।
Bike Stunt Goes Wrong: কিছু অর্জন করতে আমরা যা খুশি তাই করতে পারি। আর তা যদি কোনও মহিলাকে ইম্প্রেস করার বিষয় হয়, তাহলে তো আর কোনও কথাই নেই! তবে প্রেম এমনই এক বিষয়, যা আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। পাগলামি থেকে শুরু করে অর্থের অপচয়- প্রেমে পড়লে মানুষ দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন! তেমনই এক ব্যক্তির সন্ধান মিলল, যিনি এক মহিলাকে ইম্প্রেস করতে গিয়ে বাইকে স্টান্ট দেখালেন। আর সেই স্টান্ট দেখাতে গিয়েই বাইক থেকে সটান রাস্তায় পড়ে গেলেন তিনি। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা গেল একজন বাইক চালাচ্ছেন। লাল রঙের চেক শার্ট পরেই তিনি বাইক চালাচ্ছেন। আর তাঁর পিছনে যিনি বসে রয়েছেন, তিনিই এই গল্পের নায়ক। পরনে তাঁর হলদে রঙের শার্ট। রাস্তা দিয়ে বাইকে চড়ে যেতে গিয়েই তাঁর নজরে আসে এক সুন্দরী মহিলা। মহিলার সঙ্গে তাঁর কয়েকজম বান্ধবীও ছিলেন। খুব সম্ভবত কলেজ থেকে তাঁরা ফিরছিলেন।
সেই তাঁদের ইম্প্রেস করতে গিয়েই হিতের বিপরীত হল। কেতবাজি দেখাতে গিয়ে এরপরেই বাইকের সিট থেকে তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। না, বাইক থেমে নেই। বাইক চলছে, আর তিনি দাঁড়িয়ে। ব্যস! হুড়মুড়িয়ে পড়ে গেলেন বাইক থেকে। তারপর কী ঘটল, তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না।
মজাদার এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ট্রেন্ড টকস নামক একটি ইউটিউব পেজ থেকে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ প্রায় ৬০ হাজার ছাপিয়ে গিয়েছে। একজন ইউজার মন্তব্য করছেন, “এই বিব্রতকর অবস্থা কোনও দিন সে ভুলবে না। চিরতরে এই ঘটনা তাঁকে তাড়িয়ে বেড়াবে।” আর একজনের মন্তব্য, “খুবই বিব্রতকর পরিস্থিতি।” অন্যজন জুড়লেন, “যাই হোক না কেন, এই ভিডিয়ো দেখে আমি খুব খুশি হয়েছি।”