Bizarre Neck Dance Video: এই ইন্টারনেট এমনই কিছু ভিডিয়ো দেখায়, যা আমাদের চোখ কপালে তুলে দেয়। সেই কারণেই তো কারও আজব কায়দা রাতারাতি ইন্টারনেটের ভাইরাল সেনসেশন হয়ে যাচ্ছে। কখনও কার গান, কখনও বা কারও অদ্ভুত নাচ খুব সহজেই আমাদের নজর কাড়ে। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে, যেখানে একটি মেয়ের অদ্ভুত নাচ দেখা গিয়েছে। এমনই কায়দার মেয়েটি নেচেছে, যা দেখে নেটিজ়েনরা একপ্রকার বিভ্রান্ত। অনেকেই প্রশ্ন করেছেন, ‘গলা কি শরীর থেকে বিচ্ছিন্ন?’
এমন অদ্ভুত নাচ দেখার পরে যে কারও অবাক লাগাটা খুবই স্বাভাবিক। ভিডিয়োর শুরুতে দেখা গেল, একটি মেয়ে নৃত্য প্রদর্শন করছে। তার সেই নাচ দেখতে স্থানীয় অনেক বাসিন্দাও সেখানে বসে আছেন। তারপরই ঘটে গেল সেই অবাক কাণ্ড। ঘাড়টা যেন এক্কেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে নাচ চালিয়ে গেল সে। আর তা দেখার পরেই যেন চক্ষু চড়কবৃক্ষে উঠেছে অনেকের।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @naturefever নামক একটি হ্যান্ডেল থেকে। এই ভাইরাল নাচের ভিডিয়ো ইন্টারনেটে রহস্যের সৃষ্টি করেছে। অনেকেই এই অদ্ভুত নাচের পিছনের রহস্যটা বোঝার চেষ্টা করেছেন। কেউ বলেছেন, এই নাচ কখনও বাস্তবসম্মত হতে পারে না। কেউ আবার বলেছেন, ভিজ়্যুয়াল ইফেক্টসের মাধ্যমেই এমন ভাবে ঘাড় ঘোরানে সম্ভব হয়েছে।
কেউ মেয়েটির এহেন অতিমানবীয় ক্ষমতা দেখে বিস্মিত হয়ে বলেছেন, মহিলার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে, ইনস্টাগ্রাম ফিল্টার ব্যবহার করা হয়েছে। আর সেই কারণেই অনেকে দাবি করেছেন, এই ভিডিয়ো দেখে মোটেই বিশ্বাস করা যায় না।