Viral Video: ভাঙাচোরা টিন-লোহা আর বাইকের ইঞ্জিন দিয়ে চার চাকার গাড়ি বানিয়ে ভাইরাল এই যুবক

Latest Viral Video: শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত হাজার হাজার লাইক পেয়েছে। এই অভিনব গাড়ি দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video: ভাঙাচোরা টিন-লোহা আর বাইকের ইঞ্জিন দিয়ে চার চাকার গাড়ি বানিয়ে ভাইরাল এই যুবক

| Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 30, 2023 | 9:15 AM

Viral Video Today: ভারতীয়দের পক্ষে সম্ভব নয়, বোধ হয় এমন কোনও জিনিসই নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে একটি চার চাকার গাড়ি। কয়েকজন যুবক ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে ফেলেছে অসাধারণ একটি গাড়ি, যা আপনারও নজর কাড়তে বাধ্য। এর আগেও এই ধরনের অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে 3 চাকার সাইকেল থেকে শুরু করে ওয়াগন গাড়ির মতো দেখলে অটো বানাতে দেখা গিয়েছে। তবে এই নতুন গাড়িটিতে ব্যবহার করা হয়েছে পুরনো সব গাড়ি, ভ্যান, বাইকের পার্টস। আর অনেকটা বুদ্ধি। বুদ্ধি ছাড়া যে এমন একটি চার চাকা গাড়ি বানানো সম্ভব নয়, তা আপনি ভিডিয়োটি দেখলেই বুঝবেন। আবার এই নতুন গাড়িটি শুধু পরিবেশ বান্ধবই নয়, বরং দেখতেও সম্পূর্ণ অন্যরকম। চলুন দেখে নেওয়া যাক সেই ভাইরাল হওয়া ভিডিয়ো।

এই ক্লিপটি টুইটারে নীরজ (@being_happyyy) নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। 29 সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিভিন্ন গাড়ির পার্টস খুলে এই গাড়িটি তৈরি করা হয়েছে। এতে বাইকের ইঞ্জিন লাগানো হয়েছে। একই সঙ্গে স্টিয়ারিংয়ে দেওয়া হয়েছে ভালো ডিজাইন। এছাড়া কাঠ, পুরনো টিন লাগিয়ে গাড়ির বডি ডিজাইন করা হয়েছে। গাড়িটি এক যুবক চালাচ্ছে। আর তার সঙ্গে আরও 3 জন আছে।


শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত হাজার হাজার লাইক পেয়েছে। এই অভিনব গাড়ি দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “এ ধরনের গাড়ি নিয়ে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।” আর এক ব্যক্তি লিখেছেন, “কম খরচে এমন আবিষ্কার করা সবার সাধ্য নয়।”