Viral Video: ঝোড়ো হাওয়ায় বেসামাল বিমান! পাইলটের দক্ষতায় শেষ মুহূর্তে দুর্ঘটনার হাত থেকে রক্ষা, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 02, 2022 | 6:06 PM

প্রবল হাওয়ার গতিতে ক্রমশ দুলছিল বিমানটি। একঝলক দেখে মনে হচ্ছিল যেন ভেঙেই পড়বে রানওয়েতে। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিয়ে ফের বিমান আকাশে উড়িয়ে নিয়ে যান পাইলট।

Viral Video: ঝোড়ো হাওয়ায় বেসামাল বিমান! পাইলটের দক্ষতায় শেষ মুহূর্তে দুর্ঘটনার হাত থেকে রক্ষা, দেখুন ভিডিয়ো
Photo Credit: Wisc News

Follow Us

বিমান অবতরণের সময় অনেক ক্ষেত্রেই রানওয়েতে দুর্ঘটনা ঘটে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তীব্র বায়ুপ্রবাহ অর্থাৎ জোরে হাওয়ার কারণে বেসামাল হয়ে যায় বিমান। আর সেই সময়েই অবতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে প্লেন ক্র্যাশ (Plane Crash) করে। তবে এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (Viral Video) যা দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাইলটের দক্ষতায় একদম দুর্ঘটনা ঘটার আগের মুহূর্তে রক্ষা পেয়েছে একটি বিমান। একটু এদিক ওদিক হলেই রানওয়েতে ব্রিটিশ এয়ারওয়েজের (British Airways) ওই বিমান ভেঙে পড়তে পারত। তবে দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন পাইলট। কোনওমতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।

দেখে নিন শেষ মুহূর্তে বিমান দুর্ঘটনা এড়ানোর সেই ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, BA flight 1307 লন্ডনের হিথরো বিমানবন্দরের দিকে এগোচ্ছিল। Aberdeen থেকে যাত্রা শুরু করেছিল এই বিমান। লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণের আগেই শুরু হয় ঝোড়ো হাওয়া। সিএনএন- এর রিপোর্ট অনুসারে Corrie ঝড়ের কারণে তীব্র বায়ুপ্রবাহ হচ্ছিল। আর তার জেরেই বিমানের অবতরণ বাতিল করার সিদ্ধান্ত নেন পাইলট। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রানওয়ের কাছাকাছি যাওয়ার পর একবার চাকা ঠেকেও গিয়েছিল টারম্যাকে। প্রবল হাওয়ার গতিতে ক্রমশ দুলছিল বিমানটি। একঝলক দেখে মনে হচ্ছিল যেন ভেঙেই পড়বে রানওয়েতে। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিয়ে ফের বিমান আকাশে উড়িয়ে নিয়ে যান পাইলট। তার আগে অবশ্য প্লেনের পিছনের অংশও একবার প্রায় ধাক্কা খেয়েছিল রানওয়েতে। কিন্তু তার পরেও বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। কারণ এক মুহূর্তের জন্য কেবলমাত্র বাঁদিকের চাকার উপর ভর করেই রানওয়েতে ছিল ওই বিমান। সেই সময়েই প্লেনের পিছনের অংশ প্রায় ছুঁয়ে ফেলেছিল রানওয়ের মাটি। কিন্তু একটুর জন্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। ডানদিক, বাঁদিক হেলে অল্প সময়ের মধ্যেই ভারসাম্য ফিরে পায় ওই বিমান এবং উড়ে যায় আকাশে। নেটিজ়েনদের সকলেই ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানের পাইলটের দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। ওই পরিস্থিতিতে যেভাবে তিনি বিমানের ভারসাম্য বজায় রেখে কোনও দুর্ঘটনা না ঘটিয়ে প্লেন আকাশে উড়িয়েছেন তা সত্যিই তারিফ করার মতো। কারণ যখন প্লেনটি রানওয়ের উপর একটি চাকায় ভর দিয়ে এগোচ্ছিল কিংবা যখন বিমানের পিছনের অংশ প্রায় ধাক্কা খেয়ে গিয়েছিল রানওয়েতে তখনই প্লেনটি ভেঙে যেতে পারত। তবে এ যাত্রায় পাইলটের দক্ষতায় কোনও অঘটন ঘটেনি। ঝোড়ো হাওয়াতেও বিমানের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- Viral Video: বহুতলে আগুন! ঝুঁকি নিয়ে তরুণীকে উদ্ধার করলেন দুই প্রতিবেশী যুবক, দেখুন ভাইরাল ভিডিয়ো

Next Article