Latest Viral Video: ভারতীয় বিবাহ অনুষ্ঠান বিশ্বে সবথেকে পরিচিত তাদের জাঁকজমক এবং অযৌক্তিকতার জন্য। আপাতদৃষ্টিতে কখনও শেষ না হওয়া অতিথি তালিকা, যা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত প্রসারিত হতেই থাকে, তারপর তাঁদের সন্তুষ্ট করতে সুবিশাল খাবারের তালিকা। নিমন্ত্রণের তালিকায় যে শুধু নিকটাত্মীয় পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই থাকেন এমনটা নয়। বরং পরিচিত, দূরের আত্মীয় এবং এমনকি স্থানীয় দুধওয়ালাকেও নেমতন্ন করা হয়। ভারতীয় বিয়েতে অতিথিদের নিমন্ত্রণের এহেন রীতি উদযাপনকে ঘিরে সাংস্কৃতিক নিয়ম এবং মূল্যবোধকে সত্যিই সন্তুষ্ট করে।
তবে আজকের ইন্টারনেটের যুগে সবথেকে সূক্ষ্মভাবে পরিকল্পিত ঘটনাগুলিও অপ্রত্যাশিত মোড় নিতে পারে। ঠিক যেমনটি দেখা গিয়েছে সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে। যে ঘটনা ঘটেছে, তা ওই বিয়েবাড়ির জন্য সত্যিই ভয়ঙ্কর, কিন্তু ভিডিয়োটি দেখে নেটিজ়েনদের অনেকেই মজা পেয়েছেন। বিয়েবাড়িতে হঠাই চলে আসে এক বিনবুলায়ে মেহমান! শুধু চলে আসাই নয়। বিনা নেমতন্নে চলে আসা সেই অতিথি রীতিমতো হইচই কাণ্ড বাঁধিয়ে দেয়। কে সেই অতিথি, জানলে অবাক হয়ে যাবেন!
সেই অতিথি ছিল এক বিশাল ষাঁড়, বিশাল তার আকার, তেমনই বিরাট তার শিং। ভিডিয়োটি কবে তোলা হয়েছে, তা জানা যায়নি। ফুটেজে দেখানো হয়েছে যে, বিশাল ষাঁড়টি বিবাহের স্থানের প্রবেশদ্বারের দিকে আকস্মিকভাবে হেঁটে যাচ্ছে। অবাক করার মতো বিষয়টি হল, ষাঁড়টি কোনও আগ্রাসন প্রদর্শন করে না বা উপস্থিতদের জন্য ভয়ের পরিবেশেরও সৃষ্টি করে না। অস্থিরতার সঙ্গে বিয়েবাড়িতে ঢুকে পড়ে ষাঁড়টি, বিবাহ অনুষ্ঠানে সে যে বিঘ্ন ঘটিয়েছে সে সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞাত।
গত 20 জুলাই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। সদ্য তা ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখার পর মজাদার কিছু মন্তব্য করেছেন। একজন বললেন, ‘ষাঁড়টি যেন সে সময় বলছিল, আমাকে নিমন্ত্রণ করোনি, দেখো এবার কী করি।’ আর একজন যোগ করলেন, ‘বরযাত্রীর এই অতিথিকে দেখে সকলে অবাক হয়ে গিয়েছিলেন।’