Viral Video: ধোসাপ্রেমীরা কোথায়! এই দোকানদারকে দেখুন, ধোসা দিয়ে দূর্গ বানিয়ে ফেললেন কয়েক সেকেন্ডে
Latest Viral Video: এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে bhukkadbhaiyaji_ নামের একটি অ্যাকাউন্ট থেকে। আর তারপর থেকেই ভাইরাস হয় এই ভিডিয়ো। এখনও পর্যন্ত 1 লাখ 20 হাজারের বেশি মানুষ এটি দেখেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন খাবারের দোকানের সন্ধান নিয়ে আসে কেউ না কেউ। আর তার মধ্যে এমন অনেক খাবার থাকে, যা ভাইরাল হয়। আবার এমনও অনেক খাবার থাকে, যা দেখে লোভ সামলানো দায় হয়ে যায়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বানানো হচ্ছে ধোসা। কিন্তু সেই ধোসা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। নিশ্চয়ই আপনার মনে হচ্ছে অন্য রকমভাবে বানানো হয়েছে, অনেকটা ম্যাঙ্গো পিৎজা বা বিরিয়ানি সিঙারার মতো। কিন্তু না, তেমন কিছুই না। এই ধোসার নাম ‘বুর্জ খলিফা ধোসা’। এই ধোসা দেখলে আপনার জিভে জল আসতে বাধ্য। এত বড় পিৎজা আপনি হয়তো কখনও দেখেননি।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি বড় চাটুতে দু’টি বড় ধোসা তৈরি করছেন। এর পর তিনি এর উপর মশলা তৈরি করে তারপর রোল করে বুর্জ খলিফার মতো একটি প্লেটে রাখছেন। তিনি ধোসাটি এমনভাবে প্লেটে সাজান, যা দেখে আপনার বুর্জ খলিফার মতোই মনে হবে। তাই হয়তো এর নাম রাখা হয়েছে বুর্জ খলিফা ধোসা। এরপরে তার উপর থেকে পনির এবং ক্রিম দিয়ে দেন। এত বড় ধোসা আপনি আগে কখনও দেখেছেন?
View this post on Instagram
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে bhukkadbhaiyaji_ নামের একটি অ্যাকাউন্ট থেকে। আর তারপর থেকেই ভাইরাস হয় এই ভিডিয়ো। এখনও পর্যন্ত 1 লাখ 20 হাজারের বেশি মানুষ এটি দেখেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “দেখেই অপূর্ব লাগছে। তাহলে খেতে কতটা সুন্দর হবে, সেটাই ভাবছি।”