Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানুষের চোখের সঙ্গে প্রকৃতপক্ষে খেলা করে। এই ধরনের ছবিতে শুধু যে মানুষের দৃষ্টিশক্তির সঙ্গে খেলা করা হয় এমনটা নয়। আপনার মস্তিষ্কের সঙ্গেও তা খেলা করে। অপটিক্যাল ইলিউশনগুলি আসলে এতটাই মানুষকে ব্যস্ত করে রাখতে পারে যে, তার সমাধান খুঁজতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দিতে পারে মানুষ।
এই যে ছবিটা আপনি দেখছেন, এখানে একটি সাপ রয়েছে। আপাত দৃষ্টিতে সেই সাপটি হয়তো আপনার চোখে ধরাই দেবে না। কারণ, প্রকৃতির অনেক কিছুর সঙ্গে মিশে গিয়েছে সাপটি। আপনাকে 7 সেকেন্ডের মধ্যেই এই ছবি থেকে সাপটিকে খুঁজে বের করতে হবে। একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই ওই সাপটি আপনার চোখে ধরা দেবে।
এই ছবিটি নদীর ধারের বলে মনে হচ্ছে। সেখানে আপনি জল, কিছু শুকনো লাঠি, পাতা, পাথর এবং ভেজা মাটি দেখতে পাচ্ছেন। এই সবের মধ্যে একটা সাপও আছে। আপনি যদি ছবির প্রতিটি কোণে খুঁটিয়ে তাকান, আপনি অবশ্যই তা খুঁজে পাবেন। সাপটি যদি আপনি দেখতে না পান, তাহলে এখান থেকে একটা বল খুঁজে বের করার চেষ্টা করুন প্রথমে। এটি একটি ছোট্ট টেবিল টেনিস বল। তার ঠিক কাছেই কাছাকাছি ওই সাপটিকে দেখতে পাবেন। আর তারপরেও যদি আপনি তা দেখতে না পান, তাহলে এই নিচের ছবিটা দেখুন।
বুঝতে পারলেন তো? আপনাকে কতটা নিমজ্জমান করে রাখতে পারে একটা ছবি। প্রথমে আপনি ভেবেছিলেন, এখানে হয়তো কোনও সাপই নেই। কিন্তু দেখুন, সেই সাপই তো আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমরা।