প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শিশুদের সুন্দর এবং মজার ভিডিয়ো ভাইরাল হয়। সেই সব ভিডিয়োগুলি নেটিজ়েনরা খুব পছন্দ করেন। কিছু কিছু শিশুকে এমন কাণ্ড করতে দেখা যায়, যা দেখে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। এমনকি খাবার খাওয়ার অনেক ভিডিয়োও ভাইরাল হয়। কখনও লেবু খেয়ে বিভিন্ন রকম মুখের আকৃতি বিকৃতি করে, তা দেখে আপনি হাসি চাপতে পারবেন না। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় শিশুটির মুখের ভঙ্গি দেখলে আপনি হেসে উঠবেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, সন্তানকে কোলে নিয়ে খাবার খাচ্ছেন মা। আর বাবা সেখানে দাঁড়িয়ে ভিডিয়ো করছেন। মাকে খাবার খেতে দেখে শিশুটি তার দিকে অদ্ভুত ভাবে তাকাতে থাকে। শিশুটির দিকে তাকালে মনে হবে, সে ভাবতেই পারেনি যে মা তাকে ছাড়া ওভাবে খেয়ে নেবে। শিশুটির মা একে একাই খেয়ে যাচ্ছিলেন। আর শিশুটি কিছুতেই বুঝে উঠতে পারছিল না, যে তাকে কেন সেই খাবারটি দেওয়া হচ্ছে না। শিশুটির অভিব্যক্তি দেখে মনে হচ্ছে সে রেগে আছে। সন্তানের এমন অভিব্যক্তি দেখে বাবা হাসতে শুরু করেন। বাবাকে হাসতে দেখে মাও হাসতে থাকে। শিশুটি তাদের দিকে বড় বড় চোখ করে তাকাতে থাকে। আর তার এমন তাকানো দেখে আপনার হাসি থামতে চাইবে না।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই শিশুটির কাণ্ড দেখে। প্রচুর মানুষ লাইক আর শেয়ার করেছেন। এক ব্যক্তি ভিডিয়োটির কমেন্টে লিখেছেন, “শিশুটি বিশ্বাসই করতে পারছে না যে, মা এমন কী খাচ্ছে যে, তাকে দিচ্ছে না।” ভিডিয়োটিতে এখনও পর্যন্ত প্রচুর ভিউ হয়েছে।