Viral Video: রাস্তার মাঝে স্কুটার থামিয়ে রোম্যান্স, পরক্ষণেই কিল-চড়-ঘুষি! রাতবিরেতে দাপিয়ে বেড়ালেন যুগলে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 01, 2023 | 12:40 AM

Viral Video Today: ভ্যালেন্টাইন উইক শেষ হতে না হতেই এক যুগলে যা কাণ্ড ঘটালেন, তা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। মাঝরাস্তায় বাইক থামিয়ে রোম্যান্স করছিলেন ওই কাপল। তারপর দেখা গেল, হঠাৎই মারপিট শুরু করে দিলেন দুজনে।

Viral Video: রাস্তার মাঝে স্কুটার থামিয়ে রোম্যান্স, পরক্ষণেই কিল-চড়-ঘুষি! রাতবিরেতে দাপিয়ে বেড়ালেন যুগলে
এ কেমন রোম্যান্স!

Follow Us

Latest Viral Video: সবেমাত্র ভ্যালেন্টাইন্স ডে গেল। বিশ্বব্যাপী প্রেমিক-প্রেমিকারা সাতটা দিন খুব স্পেশ্যাল ভাবে কাটান। উপহার দেওয়া তো রয়েইছে, সঙ্গে ঘুরতে যাওয়া, রোম্যান্স, খাওয়া-দাওয়া আরও কত কী! সম্ভবত ওই সাতটা দিন পৃথিবীর যে কোনও প্রান্তেরই কাপলরা সমস্ত রকমের আকচা-আকচি দূরে সরিয়ে রেখে একে অপরকে কাছে টেনে নেন। একে অপরকে যতটা সম্ভব স্পেশ্যাল ফিল করাতে চান তাঁরা। কিন্তু সেই ভ্যালেন্টাইন উইক শেষ হতে না হতেই এক যুগলে যা কাণ্ড ঘটালেন, তা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। মাঝরাস্তায় বাইক থামিয়ে রোম্যান্স করছিলেন ওই কাপল। তারপর দেখা গেল, হঠাৎই মারপিট শুরু করে দিলেন দুজনে।


গভীর রাত। রাস্তায় সে ভাবে গাড়িঘোড়া চলছে বললেই চলে। সেই রাস্তাতেই পার্ক করা রয়েছে একটি বাইক। আর সেই বাইকের উপরেই প্রেমিক ও প্রেমিকা একে অপরের সঙ্গে রোম্যান্স করছেন। প্রথমে দেখা গেল, প্রেমিক তাঁর সঙ্গীর কাছে যাওয়ার চেষ্টা করছেন। দুজনে কিছুটা কাছাকাছি আসার পরেই প্রেমিকা দূরে ঠেলে দিলেন প্রেমিককে। প্রতিরোধ করতেই সেই ব্যক্তি তেলেবেগুনে জ্বলে উঠলেন।

তারপর ফের একবার সঙ্গীর কাছে ঘেঁষার চেষ্টা করেন ওই ব্যক্তি। আর তাতে মহিলা এক্কেবারে রেগে ফায়ার। দুজনে একপ্রকার লড়াই শুরু করে দেন। এ ওকে মারছে তো, সে তাকে। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। রাত্রিবেলায় মাঝরাস্তাতেই চলতে থাকে এই কাণ্ড।

ব্যক্তি তীব্র ক্ষুব্ধ হয়ে প্রথমে মহিলাকে ধাক্কা দেন এবং তারপর তাঁর মুখে তিনবার ঘুষি মারতে থাকেন। ওই মহিলাও তীব্রভাবে পাল্টা জবাব দেন। তিনিও তাঁর প্রেমিককে মারতে থাকেন কিল-চড়-ঘুষি! আর এই কাণ্ড দেখার পর নেটিজ়েনদের একপ্রকার ঘুম উড়ে গিয়েছে।

টুইটারে @gharkekalesh নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল 15 ফেব্রুয়ারি। যদিও সেদিন বা তার আগের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র দিনই ওই যুগলে এমনতর কাণ্ড ঘটিয়েছিলেন কি না, তা জানা যায়নি।

প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োর ভিউ 206.4K, অর্থাৎ 2 লক্ষেরও বেশি। 2500 টিরও বেশি লাইক পেয়েছে ভিডিয়োটি।

Next Article