Pre-Wedding Shoot: নোংরা-আবর্জনা মিশ্রিত পুকুরে প্রি-ওয়েডিং ফটোশুট যুগলদের, নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 29, 2023 | 11:33 PM

Viral News Today: ফেসবুকে পার্থ দাস নামের এক ব্যক্তি ছবিগুলি পোস্ট করেছেন। ছবিতে মোট পাঁচজন যুগলকে দেখা গিয়েছে। তাঁদের প্রত্যেককেই দেখা গিয়েছে, নোংরা, আবর্জনায় ভরপুর পুকুরে ছবি তুলতে। তাঁদের মধ্যে কেউ কেউ আবার সেলফিও তুলেছেন। বিভিন্ন রকমের পোশাক পরে ছবি তুলেছেন তাঁরা।

Pre-Wedding Shoot: নোংরা-আবর্জনা মিশ্রিত পুকুরে প্রি-ওয়েডিং ফটোশুট যুগলদের, নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ
হায়রে প্রি-ওয়েডিং শুট!

Follow Us

Latest Viral News: এখন বিয়ের আগে প্রি-ওয়েডিং শুটের বড়ই রমরমা। একটা থিম বেছে নিয়ে যে যেরকম ভাবে পারেন, ছবি তোলেন। হবু বরের পোজ়, হবু কনের পোজ় এ সব নিয়েই জমে যায় এক-একটা প্রি-ওয়েডিং শুট। বিয়ের আগে ছবি তুলতে অনেকে আবার প্রিয় ট্রাভেল ডেস্টিনেশনেও পৌঁছে যান। কেউ আবার উত্তর কলকাতার এঁদো গলিকেও বেছে নিতে কুণ্ঠা বোধ করেন না। কেরালার এক যুগলের প্রি-ওয়েডিং শুট নিয়ে তো একবার জোর চর্চা হয়েছিল। সেই কাপলকে দেখা গিয়েছিল কর্মাক্ত মাঠে প্যাচপ্যাচে কাদায় ফটোশুট করতে। আর এবার দেখা গেল, নোংরা পুকুরে (Polluted Pond) কয়েকজন যুগলকে প্রি-ওয়েডিং ফটোশুট (Pre-wedding Photoshoot) করতে।

ফেসবুকে পার্থ দাস নামের এক ব্যক্তি ছবিগুলি পোস্ট করেছেন। ছবিতে মোট পাঁচজন যুগলকে দেখা গিয়েছে। তাঁদের প্রত্যেককেই দেখা গিয়েছে, নোংরা, আবর্জনায় ভরপুর পুকুরে ছবি তুলতে। তাঁদের মধ্যে কেউ কেউ আবার সেলফিও তুলেছেন। বিভিন্ন রকমের পোশাক পরে ছবি তুলেছেন তাঁরা।


ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “সত্যিকারের ভালবাসা আবর্জনাতেও শান্তি খুঁজে পায়।” ব্যাপক ভাইরাল হয়েছে ছবিগুলি। প্রতিবেদনটি লেখার সময় ছবির সিরিজ়টিতে লাইক পড়েছে 1.3K, কমেন্ট পড়েছে 730 এবং 3.5K বার শেয়ার করা হয়েছে। বহু মানুষ কমেন্ট করেছেন। মন্তব্য যাঁরা করেছেন, তাঁদের মধ্যে অনেকে আবার প্রি-ওয়েডিং শুটের কথা মনে করিয়ে দিয়ে মনের মানুষকে ট্যাগ করেছেন।

একজন লিখছেন, “তা বলে খালে নেমে ফটোশুট?” আর একজন যোগ করেছেন, “জলে ফটোশুট তো ঠিকাছে, তা বলে নোংরা জলে?” একজন তো আবার প্রিয়বন্ধুকে ট্যাগ করে লিখেছেন, “তুইও এমন কিছু একটা করিস প্লিজ়। ফটোশুটের খরচটা না হয় আমিই দেবো।”

Next Article