Viral Video: ঘাস ছেড়ে শেষে ফুচকা খাচ্ছে গরু-বাছুর, ভিডিয়ো দেখলে থামবে না হাসি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 20, 2023 | 7:45 AM

Cow And Calf Viral Video: কখনও দেখেছেন, আপনার পাশে দাঁড়িয়ে গরু ঘাস ছেড়ে ফুচকা খাচ্ছে? শুনেই অবাক হচ্ছেন তো? বাস্তবে এমনই হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি গরু ও একটি বাছুর একের পর এক ফুচকা খাচ্ছে।

Viral Video: ঘাস ছেড়ে শেষে ফুচকা খাচ্ছে গরু-বাছুর, ভিডিয়ো দেখলে থামবে না হাসি

Follow Us

Latest Viral Video: আপনি নিশ্চয়ই ফুচকা খেতে ভালবাসেন? বাইরে বেরলেই ইচ্ছে করে ফুচকা খেতে? আবার কখনও ফুচকা খাওয়ার জন্য় দোকানে ভিড় থাকলেও অপেক্ষা করেন। কিন্তু এসবের মাঝে কখনও দেখেছেন, আপনার পাশে দাঁড়িয়ে গরু (Cow) ঘাস ছেড়ে ফুচকা খাচ্ছে? শুনেই অবাক হচ্ছেন তো? বাস্তবে এমনই হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (video Viral) হয়েছে, যেখানে একটি গরু ও একটি বাছুর একের পর এক ফুচকা খাচ্ছে। এই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একের পর এক ফুচকা খাওয়াচ্ছেন একটি গরু এবং তার বাছুরকে। আর ফুচকা বিক্রেতাও একটি একটি করে ধীরে ধীরে লোকটির হাতে দিচ্ছে। তারপর তিনি খাইয়ে দিচ্ছেন দু’জনকেই সমানভাবে। তার হাত থেকে যেভাবে ফুচকা খাচ্ছে তাতে মনে হচ্ছে, উনি সম্ভবত তাদের মালিক। ভালবেসে ফুচকা খেতে নিয়ে এসেছে। দু’জনকেই আনন্দে খেতে দেখা যাচ্ছে। আবার পরেরটা আসার অপেক্ষা করছে। অনেক মানুষ গরুকে ফুচকা খেতে দেখে হতবাক।

এই ভিডিয়োটি একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন এবং ক্য়াপশনে লিখেছেন, “খুব সুন্দর।” তারপর এই ক্লিপটি অন্য় আর একজন শেয়ার করে লিখেছেন, “মা-মেয়ে একসঙ্গে দাঁড়িয়ে কেমন ফুচকা খাচ্ছে দেখুন।” এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 1 লাখের বেশি ভিউ পেয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে লাইক পড়েছে 57 হাজারের বেশি। শেয়ার করার পর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে এই পোস্টে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আমি আগে এমন কখনও দেখিনি। ওদের দেখতে কী সুন্দর লাগছে।” আরও একজন কমেন্ট করেছেন, “দু’জনেই কেমন শান্ত হয়ে ফুচকা খেয়ে চলল। তবে যিনি খাওয়াচ্ছেন তিনি নিশ্চয়ই জানেন যে, ওরা ফুচকা খায়। তাই নিয়ে এসেছেন।”

Next Article