Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় পশু পাখিদের অনেক ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। শিকার করা থেকে শুরু করে, লড়াই, সব কিছুই দেখা যায়। আবার অনেক পশুদের বন্ধুত্বের ভিডিয়োও সামনে আসে। কিন্তু আপনি কি কখনও একটি গরু ও সাপের বন্ধুত্ব দেখেছেন? শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন গরু আর সাপ আবার বন্ধু হতে পারে? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি গরুকে সাপের সঙ্গে থাকতে দেখা যাচ্ছে। এমনকী গরুটি সাপটিকে জিভ দিয়ে চেটে দিলেও সে কিছুই বলে না। উল্টে তার দিকে ফোঁস করেও ওঠে না। তাদের বন্ধুত্ব দেখলে আপনি চমকে ইঠবেন। ভিডিয়োটি একবার দেখুন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বড় সাপ মাঠে রয়েছে। আর সেখানেই একটি গরু তার দিকে এগিয়ে আসে। দেখে মনে হবে, ওরা যেন আগে থেকেই একে অপরকে চেনে। গরুটি সাপটির দিকে মুখটা নামাতেই সাপটি তার মুখের কাছে চলে আসে। আর গরুটিও তার জিভ দিয়ে চেটে দিল। আপনি আগে কখনও এমন কিছু দেখেছেন?
Difficult to explain. The trust gained through pure love ? pic.twitter.com/61NFsSBRLS
— Susanta Nanda (@susantananda3) August 3, 2023
ভাইরাল হওয়া এই ভিডিয়োটি একটি খামারের। ভিডিয়োতে গরুর পেছনে আরও অনেক গরু দেখা যাচ্ছে। ভিডিয়োটি শেয়ার করেছেন আইএফএস সুশান্ত নন্দা। তিনি প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিয়ো শেয়ার করেন। তারপরেই সেই সব ভিডিয়ো বিপুল পরিমাণে ভাইরাল হয়। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক ও শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “সাপটি যখন তখন গরুটিকে কামড়ে দিতে পারে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ভিডিয়োটি দেখার পর হতবাক হয়ে গেলাম। গরুটি একটুও ভয় পাচ্ছে না সাপটিকে।”