Viral Video: এ আবার কেমন নাচ! ক্রিকেট ডান্স করে নেটদুনিয়াকে অবাক করলেন ইনি
Viral Video Today: খুব সম্ভবত একটি বিবাহ অনুষ্ঠান বা জলসায় নাচছিলেন ওই ব্যক্তি। রঙিন আলো, ঝাড়বাতিতে সজ্জিত ছিল অনুষ্ঠানস্থলটি। সেখানে এসেই তিনি এমন উদ্ভট নৃত্য প্রদর্শন করেন। প্রথমে বোলিং করলেন, তারপর নিজের করা সেই বলে নিজেই শট মারলেন। এরপরে আবার ফিল্ডারের ভূমিকাতেও দেখা গেল তাঁকে। নিজের মারা বলটিও তিনি ফিল্ডার হিসেবে ক্যাচ ধরলেন।
Latest Viral Video: বিলকুল ক্রিকেট খেলার অঙ্গভঙ্গিমায় যে নাচা যায়, দেখালেন এক ব্যক্তি। নেটিজ়েনরা তাঁর সেই অদ্ভুত নাচের নাম দিয়েছেন ‘ক্রিকেট ডান্স’। হাতে ব্যাট নেই, নেই বল। প্যাড, গ্লাভস, হেলমেট কিসসু পরেননি তিনি! কিন্তু নাচতে-নাচতেই তিনি বোলিং করলেন, ব্যাটিং করলেন, ফিল্ডিং করলেন, এমনকি আম্পায়ারিংও করে দেখালেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে খুব মজা পেয়েছেন। আপনিও ভিডিয়োটি দেখতে বসলে হেসে কুটিপাটি খাবেন। সেই ভিডিয়োই এখন ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন মায়াঙ্ক খারাদিয়া নামের এক ব্যবহারকারী, যাঁর ইনস্টা হ্যান্ডেলের নাম @themayankhardiya। এই মায়াঙ্ক ইন্দোরের বাসিন্দা এবং একজন ক্রীড়াবিদ। ইনস্টাগ্রামের মায়াঙ্কের ফলোয়ার 15 হাজার। ‘ক্রিকেট ডান্স’ ক্য়াপশনে এই ভিডিয়োটি তিনি পোস্ট করেছেন।
View this post on Instagram
খুব সম্ভবত একটি বিবাহ অনুষ্ঠান বা জলসায় নাচছিলেন ওই ব্যক্তি। রঙিন আলো, ঝাড়বাতিতে সজ্জিত ছিল অনুষ্ঠানস্থলটি। সেখানে এসেই তিনি এমন উদ্ভট নৃত্য প্রদর্শন করেন। প্রথমে বোলিং করলেন, তারপর নিজের করা সেই বলে নিজেই শট মারলেন। এরপরে আবার ফিল্ডারের ভূমিকাতেও দেখা গেল তাঁকে। নিজের মারা বলটিও তিনি ফিল্ডার হিসেবে ক্যাচ ধরলেন। তারপর হঠাৎই আম্পায়ার হিসেবে অবতীর্ণ হয়ে আউটও দিয়ে দিলেন। আর সেই সবই নাচের কায়দায়, নাচের ঢঙে।
অনুষ্ঠানস্থলে যাঁরা উপস্থিত হয়েছিলেন, তাঁরা হাততালিতে ফেটে পড়েছিলেন। গত 17 সেপ্টেম্বর ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ সাড়ে সাত লাখেরও বেশি হয়ে গিয়েছে। ক্রিকেট ডান্স করে অল্প সময়ের মধ্যেই নেটদুনিয়ার লোকজনের নয়নের মণি হয়ে যান ওই ব্যক্তি।