AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিতাকে অতর্কিতে গিলে খেল কুমির, ভাইরাল হল ভিডিও

দক্ষিণ আফ্রিকায় পর্যটকদের জন্য ওয়াইল্ড আর্থ সাফারির ব্যবস্থা রয়েছে। এই সাফারির অন্যতম গাইড বুসানি মিটশালি এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছেন।

চিতাকে অতর্কিতে গিলে খেল কুমির, ভাইরাল হল ভিডিও
| Updated on: Dec 25, 2020 | 12:59 PM
Share

খাদ্য-খাদকের সম্পর্ক বাস্তুতন্ত্রের গোড়ার কথা। সেই সম্পর্ক সমান্তরাল ভাবে চলছে পৃথিবী সৃষ্টির সময় থেকেই। এই সম্পর্ক কখনও পাল্টে যায়। কখনও বা প্রায় সমান শক্তিশালী দুই পক্ষের লড়াই প্রত্যক্ষ করে পৃথিবী। ঠিক তেমন ভাবেই বিশালাকার একটি কুমির জলে টেনে নিল একটি চিতাবাঘকে। দক্ষিণ আফ্রিকার এই ভয়ঙ্কর ভিডিও (viral video) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল  হয়েছে। দক্ষিণ আফ্রিকায় পর্যটকদের জন্য ওয়াইল্ড আর্থ সাফারির ব্যবস্থা রয়েছে।

এই সাফারির অন্যতম গাইড বুসানি মিটশালি এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছেন।  বিয়ন্ড ফিন্ডা প্রাইভেট গেম রিজার্ভের মধ্যে থেকে তোলা হয়েছে এই ভিডিও। চিতা বাঘটি জল খেতে গিয়েছিল। কিন্তু সেখানেই ছিল সাক্ষাৎ মৃত্যু। প্রায় ১৩ ফুট লম্বা একটি কুমির অতর্কিতে চিতাটিকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে জলের গভীরে টেনে নিয়ে যায়।

বুসানি এই ভিডিও ক্যামেরাবন্দি করার পর সংবাদমাধ্যমে বলেন, “খুব বেদনাদায়ক ঘটনা। আসলে বেদনাদায়ক শব্দটাও বোধহয় কম বলা হল। বাচ্চা চিতাটি জল খাচ্ছিল। ওকে যেভাবে কুমির টেনে নিয়ে গেল, কারও কিছু করার ছিল না।”

আরও পড়ুন, করোনার ভ্যাকসিন আসার আনন্দে স্বাস্থ্যকর্মীদের নাচ ভাইরাল

বুসানির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ দেখেছেন। বন্যপ্রাণের খাদ্য-খাদকের সম্পর্কে বুসানির মতোই সকলেই অসহায়।