AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: শহরের চারদিক জলমগ্ন, রাস্তার পাশের ড্রেনে হঠাৎই তলিয়ে গেল আস্ত এক বাইক!

Latest Viral Video: গত দুদিনে দিল্লি থেকে এমন অনেক ভিডিয়োই সামনে এসেছে। অনেক জায়গায় রাস্তার ধারে পার্ক করা অটোগুলি খারাপ হয়ে গিয়েছে। দিল্লিতে এই প্রবল বৃষ্টিতে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যেও এই ভিডিয়োটি নেটিজ়েনদের নজর কেড়েছে।

Viral Video: শহরের চারদিক জলমগ্ন, রাস্তার পাশের ড্রেনে হঠাৎই তলিয়ে গেল আস্ত এক বাইক!
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 1:53 PM
Share

Viral Video Today: দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হয়ে চলেছে গত কয়েকদিন ধরে। আবহাওয়া দফতরের মতে, দিল্লিতে বৃষ্টি গত 20 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারী বৃষ্টির কারণে দিল্লির ছোট-বড় সব এলাকায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন জায়গার ভিডিয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই সব ভিডিয়োর মধ্যেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। চারিদিকে জলমগ্ন অবস্থা। আর তাতেই বাইক নিয়ে ড্রেনে পড়ে যান এক ব্যক্তি। হেলমেট পরেই প্রাণপনে খুঁজতে থাকেন, বাইকটিকে। হতে পারে, সারা জীবনের একটু একটু জমানো টাকা দিয়ে কিনেছিলেন বাইকটি। ভিডিয়োটি দেখলে আপনার চোখে জল আসবে।

ভাইরাল হওয়া ভিডিয়োটি দিল্লির সঙ্গম বিহার এলাকার। যেখানে প্রবল বৃষ্টিতে এতই জল জমে গিয়েছে, যে রাস্তা আর ড্রেন আলাদা করা যাচ্ছে না। আর সেই সময়ই রাস্তা দিয়ে যেতে গিয়ে এক বাইক আরোহী ড্রেনে পড়ে যান। ভিডিয়োতে দেখা যাচ্ছে নোংরা ড্রেনের জলের মধ্যেই হেলমেট পরে তিনি তাঁর বাইকটি খুঁজছেন। এই ব্যক্তিটি ড্রেনের কাছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাইকটি জলে কোথায় তলিয়ে যায়। ফলে বহুক্ষণ খোঁজার পরেও দেখা পাওয়া যায়নি বাইকটির। অনেকক্ষণ পর, সেখানে উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে ড্রেন থেকে টেনে বের করেন। ড্রেনে পড়ে আহত হন ওই ব্যক্তি।

গত দুদিনে দিল্লি থেকে এমন অনেক ভিডিয়োই সামনে এসেছে। অনেক জায়গায় রাস্তার ধারে পার্ক করা অটোগুলি খারাপ হয়ে গিয়েছে। দিল্লিতে এই প্রবল বৃষ্টিতে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এমনকী অনেক দোকানও জলমগ্ন হয়ে পড়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যেও এই ভিডিয়োটি নেটিজ়েনদের নজর কেড়েছে।