Viral Video: এক সেকেন্ডে একাকী কুমিরকে মেরে খেয়ে ফেলল একদল সিংহী, ভয়ঙ্কর ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 24, 2023 | 12:37 PM

Lions Kill Crocodile: একদল সিংহী মিলে কীভাবে একটা কুমিরকে ছেঁকে ধরে আক্রমণ করে, আতঙ্কিত করেছে নেটদুনিয়ার লোকজনকে। জাম্বিয়ার কাফু ন্যাশনাল পার্কের বুসাঙ্গায় ঘটনাটি ঘটেছে। সেখানে দেখা গিয়েছে, মাত্র এক মিনিটের মধ্যেই সিংহ এবং সিংহীরা মিলে কীভাবে একটা কুমিরকে খতম করতে পারে। সমগ্র ঘটনাটি ফ্রেমবন্দি করেছেন নিউটন মুলেঙ্গা নামের এক ট্যুর গাইড। সেই ভিডিয়োই এখন ব্যাপক ভাইরাল।

Follow Us

শিকারীদের আধিপত্য চলে জঙ্গলে। বনের সর্বশক্তিমান শিকারীকে আমরা নিশ্চয়ই সকলে চিনি, যাকে ‘জঙ্গলের রাজা’ বলা হয়। আর সেই জঙ্গলের রাজা অর্থাৎ সিংহের গর্জনে পুরো বনেই আতঙ্কের সৃষ্টি হয়। শিকার করতে তারা কাউকেই ছাড়ে না। সেদিনের ডিসকভারি, অ্যানিম্যাল প্ল্যানেট বা আজকের সোশ্যাল মিডিয়ার দৌলতে শিকারী সিংহের শিকারের নানাবিধ কৌশল আমাদের নজরে এসেছে। হরিণ থেকে শুরু করে জেব্রা, বন্য মহিষদের একটা সিংহ বা সিংহী যে কীভাবে আক্রমণ করে, তা দেখে শিউরে উঠি আমরা।

সেরকমই একটা ভিডিয়ো আবারও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একদল সিংহী মিলে কীভাবে একটা কুমিরকে ছেঁকে ধরে আক্রমণ করে, আতঙ্কিত করেছে নেটদুনিয়ার লোকজনকে। জাম্বিয়ার কাফু ন্যাশনাল পার্কের বুসাঙ্গায় ঘটনাটি ঘটেছে। সেখানে দেখা গিয়েছে, মাত্র এক মিনিটের মধ্যেই সিংহ এবং সিংহীরা মিলে কীভাবে একটা কুমিরকে খতম করতে পারে। সমগ্র ঘটনাটি ফ্রেমবন্দি করেছেন নিউটন মুলেঙ্গা নামের এক ট্যুর গাইড। সেই ভিডিয়োই এখন ব্যাপক ভাইরাল।

ইউটিউবে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি, যার দৈর্ঘ্য 1.31 মিনিট। রোমহর্ষক ভিডিয়োতে দেখা গেল, একদল সিংহী মিলে কুমিরটিকে টানতে টানতে নিয়ে গেল। তারপরই সিংহীরা মিলে তীব্র আক্রমণ চালাল সরীসৃপটির উপরে। মুহূর্তে ওই সিংহীর শরীর থেকে খুবলে মাংস খেতে থাকে সিংহীর দল। আর এত বিপুল সংখ্যক সিংহীর আক্রমণ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কয়েক সেকেন্ডের মধ্যেই মরে যায় কুমিরটি।

ইউটিউব ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Latest Sightings নামক একটি হ্যান্ডেল থেকে। মাত্র নয় দিন আগে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ প্রায় 2 লাখ ছুঁতে চলেছে। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। একজন বলেছেন, কুমিরটা এবার বুঝবে নিরীহ হরিণ আর জেব্রাদের লুকিয়ে শিকার করলে কীরকম লাগে!

শিকারীদের আধিপত্য চলে জঙ্গলে। বনের সর্বশক্তিমান শিকারীকে আমরা নিশ্চয়ই সকলে চিনি, যাকে ‘জঙ্গলের রাজা’ বলা হয়। আর সেই জঙ্গলের রাজা অর্থাৎ সিংহের গর্জনে পুরো বনেই আতঙ্কের সৃষ্টি হয়। শিকার করতে তারা কাউকেই ছাড়ে না। সেদিনের ডিসকভারি, অ্যানিম্যাল প্ল্যানেট বা আজকের সোশ্যাল মিডিয়ার দৌলতে শিকারী সিংহের শিকারের নানাবিধ কৌশল আমাদের নজরে এসেছে। হরিণ থেকে শুরু করে জেব্রা, বন্য মহিষদের একটা সিংহ বা সিংহী যে কীভাবে আক্রমণ করে, তা দেখে শিউরে উঠি আমরা।

সেরকমই একটা ভিডিয়ো আবারও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একদল সিংহী মিলে কীভাবে একটা কুমিরকে ছেঁকে ধরে আক্রমণ করে, আতঙ্কিত করেছে নেটদুনিয়ার লোকজনকে। জাম্বিয়ার কাফু ন্যাশনাল পার্কের বুসাঙ্গায় ঘটনাটি ঘটেছে। সেখানে দেখা গিয়েছে, মাত্র এক মিনিটের মধ্যেই সিংহ এবং সিংহীরা মিলে কীভাবে একটা কুমিরকে খতম করতে পারে। সমগ্র ঘটনাটি ফ্রেমবন্দি করেছেন নিউটন মুলেঙ্গা নামের এক ট্যুর গাইড। সেই ভিডিয়োই এখন ব্যাপক ভাইরাল।

ইউটিউবে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি, যার দৈর্ঘ্য 1.31 মিনিট। রোমহর্ষক ভিডিয়োতে দেখা গেল, একদল সিংহী মিলে কুমিরটিকে টানতে টানতে নিয়ে গেল। তারপরই সিংহীরা মিলে তীব্র আক্রমণ চালাল সরীসৃপটির উপরে। মুহূর্তে ওই সিংহীর শরীর থেকে খুবলে মাংস খেতে থাকে সিংহীর দল। আর এত বিপুল সংখ্যক সিংহীর আক্রমণ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কয়েক সেকেন্ডের মধ্যেই মরে যায় কুমিরটি।

ইউটিউব ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Latest Sightings নামক একটি হ্যান্ডেল থেকে। মাত্র নয় দিন আগে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ প্রায় 2 লাখ ছুঁতে চলেছে। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। একজন বলেছেন, কুমিরটা এবার বুঝবে নিরীহ হরিণ আর জেব্রাদের লুকিয়ে শিকার করলে কীরকম লাগে!

Next Article