Viral Video: কুকুরের ভয়ে ল্যাজ গুটিয়ে দৌড় পশুরাজের, ভিডিয়ো দেখে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 08, 2023 | 6:17 AM

Dog vs Lion Fight Video: সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুর সিংহকে ভয় দেখায়। তার সাহস দেখে যে কেউই অবাক হবে। সিংহটির ভয় পাওয়া হোক বা কুকুরটির ভয় দেখানো সব কিছুই আপনাকে অবাক করবে।

Viral Video: কুকুরের ভয়ে ল্যাজ গুটিয়ে দৌড় পশুরাজের, ভিডিয়ো দেখে অবাক হবেন

Follow Us

Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় (Social Media) পশু-পাখিদের অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্য়ে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেকে চোখ ফেরানো দায় হয়ে যায়। আবার এমনও অনেক ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়, যা দেখার পর নিজের চোখকে বিশ্বাস করা যায় না। আপনি কখনও ভাবতে পারেন, একটি সিংহ (Lion) কুকুরকে ভয় পেতে পারে। সিংহকে এই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী বলা হয়। আর সে কি-না সামান্য় একটি কুকুরকে (Dog) দেখে ভয় পাচ্ছে? এখানে যদিও কুকুরটিকে বাহবা দেওয়া উচিত যে, সে জঙ্গলের রাজাকে ভয় দেখানোর মতো ক্ষমতা রাখে। সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুর সিংহকে ভয় দেখায়। তার সাহস দেখে যে কেউই অবাক হবে। সিংহটির ভয় পাওয়া হোক বা কুকুরটির ভয় দেখানো, সব কিছুই আপনাকে অবাক করবে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সিংহ এবং একটি কুকুর বনে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। সিংহ কুকুরটিকে দেখেই শিকারের জন্য তার দিকে ছুটে যায় এবং কুকুরের সাহস দেখে সেও অবাক হয়। রীতিমত কুকুরটি তাকে চমকাতে থাকে। তারপর কুকুরটি সিংহটিকে ভয় দেখিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সিংহকে পিছু হটতে হয়। সে সিংহটিকে এতটাই ভয় দেখিয়ে দেয় যে, সে পিছু ছুটতে বাধ্য হয়। আপনি দেখে ভাববেন, এমন কীভাবে সম্ভব? কুকুর কি-না সিংহ তাড়াচ্ছে? এমন সাহসী কুকুর দেখেছেন কখনও?

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে bigcatsindia নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 67 হাজারেরও বেশি বার দেখা হয়েছে। আর 2800 জনেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছে। একই সঙ্গে ভিডিয়োটি দেখে বিভিন্ন কমেন্টও করেছেন অধিকাংশ নেটিজ়েন। কেউ লিখেছেন, “সিংহের হয়তো খিদে নেই, সে কারণে কুকুরকে আক্রমণ করেনি।” আরও এক ব্য়ক্তি লিখেছেন, “এমন কী করে হল? আমি এখনও ভাবতে পরাছি না যে, এমন সত্য়িই হয়েছে।”

Next Article