Viral Video: শিয়ালকে নিয়ে উড়ে গেল শক্তিশালী ঈগল, ডানা ঝাপ্টে গাছের সারিতে তুলল ঝড়, অসামান্য ভিডিয়ো…

Viral Video Today: এতটাই শক্তিশালী সেই ঈগল (Eagle) যে, শিয়ালটিকে নিয়ে ওড়ার সময় কয়েকটি গাছকেও সে নাড়িয়ে দিয়ে গিয়েছে। ভিডিয়োটির মধ্যে দিয়ে ঈগলের অসাধারণ তৎপরতা এবং দক্ষতা ধরা পড়েছে। আবার শিয়ালটির (Fox) কিংকর্তব্যবিমূঢ় নিঃসঙ্গ দশাও ধরা পড়েছে এই ভিডিয়োতেই।

Viral Video: শিয়ালকে নিয়ে উড়ে গেল শক্তিশালী ঈগল, ডানা ঝাপ্টে গাছের সারিতে তুলল ঝড়, অসামান্য ভিডিয়ো...
ভয়ঙ্কর ঘটনা।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 09, 2023 | 8:29 PM

Latest Viral Video: প্রকৃতির শক্তি এবং নির্মমতার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির নানাবিধ নিদর্শন এই সোশ্যাল মিডিয়া বারেবারে আমাদের সামনে নিয়ে আসে। এখন যে ভিডিয়োটির কথা আমরা বলছি, টুইটারে তা ঝড় তুলছে। এই ভিডিয়ো কারও কাছে আশ্চর্যের হতে পারে, অনুপ্রেরণামূলকও ঠেকতে পারে কারও-কারও কাছে। ভিডিয়োতে দেখা মিলেছে রাজকীয় এক ঈগলের, আর এক শিয়ালের। ঈগলটিকে দেখা গিয়েছে উড়ে এসে জুড়ে বসে ওই শিয়ালটিকে নিয়ে আবার উড়ে যেতে। এতটাই শক্তিশালী সেই ঈগল (Eagle) যে, শিয়ালটিকে নিয়ে ওড়ার সময় কয়েকটি গাছকেও সে নাড়িয়ে দিয়ে গিয়েছে। ভিডিয়োটির মধ্যে দিয়ে ঈগলের অসাধারণ তৎপরতা এবং দক্ষতা ধরা পড়েছে। আবার শিয়ালটির (Fox) কিংকর্তব্যবিমূঢ় নিঃসঙ্গ দশাও ধরা পড়েছে এই ভিডিয়োতেই। ছোট্টবেলায় পাঠ্যবইতে পড়া জীবনচক্রের এর থেকে ভাল উদাহরণ বোধহয় আর কিছু হতে পারে না। যোগ্যতমের বেঁচে থাকা যে কতটা নৃশংস হতে পারে, তা-ই ফুটে উঠেছে এই ভিডিয়োতে।

@TerrifyingNatur নামক টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। কীভাবে ওই ঈগল এসে শান্ত ভাবে শিয়ালটিকে নিয়ে উড়ে যায়, তা দেখে সত্যিই স্তম্ভিত হয়ে যেতে হয়। এক্কেবারে নির্ভুলতার সঙ্গে ঈগলটি এখানে যে ভাবে তার শক্তি প্রদর্শন করেছে এবং তারপরে শিয়ালটিকে নিয়ে যে ভাবে উড়ে গিয়েছে, তা নেটিজ়েনদের চোখ কপালে তুলে দিয়েছে।


গত 22 মে ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছিল। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োর ভিউ এর মধ্যেই 3.4 মিলিয়ন হয়ে গিয়েছে। নেটিজ়েনরা ভিডিয়োটি দেখার পরে নানাবিধ মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, “শিয়ালটি আগেই মারা গিয়েছিল। ঈগলটা ভাগ্যবান যে সে একটা শিয়ালের মৃতদেহ খুঁজে পেয়েছিল। যদিও ঈগল চাইলেই খুব সহজে ওই শিয়ালটাকে মেরে দিতেও পারতো। তবে শিয়ালের শক্তিকেও কম মনে করলে ভুল হবে।” আর একজন যোগ করলেন, “এই কারণেই আমি জঙ্গলে গিয়ে কখনও তাঁবু খাটিয়ে থাকার দুঃস্বপ্ন দেখি না।”