Viral Video: দিল্লি মেট্রোয় দরজার পাশে বসেই বিড়িতে আগুন, বয়স্ক ব্যক্তিকে নেটিজ়েনদের তুলোধনা

Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, দেশলাই জ্বালিয়ে বিড়ি ধরাচ্ছেন ওই বয়স্ক মানুষটি। দরজার ঠিক পাশেই তিনি বসেছিলেন। বিড়ি ধরানোর পরক্ষণেই দেশলাই কাঠিটি তিনি নিচে, মেঝেতে ফেলে দিলেন। ভাবখানা এমন করছিলেন যেন, মেট্রোর নিয়ম সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই।

Viral Video: দিল্লি মেট্রোয় দরজার পাশে বসেই বিড়িতে আগুন, বয়স্ক ব্যক্তিকে নেটিজ়েনদের তুলোধনা
দিল্লি মেট্রোয় ফের বিতর্কিত ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 6:07 PM

Latest Viral Video: দিল্লি মেট্রোয় কেলেঙ্কারির শেষ নেই! বিগত কিছু মাসে বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে রাজধানীর মেট্রো পরিষেবা। দিল্লি মেট্রোয় যাত্রীদের অদ্ভুত কর্মকাণ্ড প্রতিদিনই খবরের শিরোনামে থাকে। কখনও যুগলের অশ্লীল ভাবে একে অপরকে জড়িয়ে ধরা, কখনও আবার আসন নিয়ে যাত্রীদের মধ্যে মারামারি, এমনকি বিকিনি পরেও কখনও আবার মেট্রোয় সফর করতে দেখা গিয়েছে মহিলা যাত্রীকে। তবে এবার দিল্লি মেট্রোয় যে কাণ্ড ঘটে গেল, তা নজিরবিহীন। লোকাল বা এক্সপ্রেস ট্রেনে এই ধরনের ঘটনা ঘটলেও মেট্রোয় খুব সম্ভবত এই প্রথমবার ঘটল। বয়স্ক এক ব্যক্তিকে দেখা গেল মেট্রোর সিটে বসে বিড়ি খেতে। আর সেই ভিডিয়ো এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ার ইতিউতি।

@JournoSiddhant নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘দিল্লি মেট্রোর ভিতরে ধূমপান করছেন এক ব্যক্তি।’ গত 25 সেপ্টেম্বর শেয়ার করা হয় ভিডিয়োটি। কয়েক হাজার মানুষ এর মধ্যেই দেখে ফেলেছেন ভিডিয়োটি। মাত্র 18 সেকেন্ডের ছোট্ট একটা ক্লিপ। কিন্তু তা দেখার পরে কয়েক ঘণ্টার জন্য মানুষের হাসি যেন থামছে না।

ভিডিয়োতে দেখা গেল, দেশলাই জ্বালিয়ে বিড়ি ধরাচ্ছেন ওই বয়স্ক মানুষটি। দরজার ঠিক পাশেই তিনি বসেছিলেন। বিড়ি ধরানোর পরক্ষণেই দেশলাই কাঠিটি তিনি নিচে, মেঝেতে ফেলে দিলেন। ভাবখানা এমন করছিলেন যেন, মেট্রোর নিয়ম সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই। তারপরই অন্য এক যাত্রী তাঁকে এই কাজের জন্য বাধা দেন। কিন্তু বয়স্ক মানুষটার যেন তাতে কোনও ভ্রুক্ষেপই নেই। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে নেটিজ়েনরা সোশ্যাল মিডিয়ায় দিল্লি মেট্রো এবং মেট্রোর ডিসিপিকে ট্যাগ করেছেন এবং এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে DMRC। তারা বলছে, “এই ধরনের কোনও আপত্তিকর আচরণ শনাক্ত করতে আমরা ফ্লাইং স্কোয়াডের মাধ্যমে তদন্ত করি। আমরা জনগণের কাছে অনুরোধ করছি, এই ধরনের বিষয়গুলি আমাদের নজরে নিয়ে আসছে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। দিল্লি মেট্রোতে পান, গুটখা, তামাক এবং ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং ধরা পড়লে শাস্তি এবং জরিমানা উভয়েরই আইন রয়েছে।” এমতাবস্থায় প্রশ্ন উঠছে, একজন বয়স্ক ব্যক্তি বিড়ি ও দেশলাই নিয়ে কীভাবে মেট্রোতে উঠে পড়ে এবং তা ধরাতেও পারে!