Viral Video: চিনে ফের ভয়াবহ পরিস্থিতি! কোভিড টেস্টে ছাড় নেই মাছ, কাঁকড়াদেরও, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 20, 2022 | 7:06 PM

Covid-19 China Update: চিনে দেখা গেল কোভিড টেস্ট করানো হচ্ছে মাছ, কাঁকড়ার মতো সামুদ্রিক প্রাণীকেও। সেখানকার প্রশাসন এমন নির্দেশ দেওয়ার ফলেই কোভিড টেস্টে সামিল করা হচ্ছে মাছ-কাঁকড়াদের, যা দেখে নেটিজ়েনরা অবাক।

Viral Video: চিনে ফের ভয়াবহ পরিস্থিতি! কোভিড টেস্টে ছাড় নেই মাছ, কাঁকড়াদেরও, দেখুন ভাইরাল ভিডিয়ো
কোভিড টেস্টে রেহাই নেই মাছ-কাঁকড়াদেরও। ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

Follow Us

Fish And Crab Covid-19 Test: ২০২০ সালের শুরুর সময়েই কোভিড অতিমারি আছড়ে পড়তে গোটা পৃথিবী একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল। সারা বিশ্বে একপ্রকার ঝড়ের গতিতে ছড়িয়ে অতিমারির রূপ ধারণ করেছিল এই মারণ ভাইরাস। এখন যথাযথ কেয়ার, টিকা ইত্যাদির মাধ্যমে কোভিডকে (Covid-19) কিছুটা বাগে আনা গিয়েছে ঠিকই। কিন্তু তাও মাঝেমধ্যেই তার চোখরাঙানি আম আদমির মনে ভয় ধরায় বৈকি! চিনে (China) ফের করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে সে দেশের জ়িয়ামেন অঞ্চলে আবার বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বিবিসি-র খবর অনুযায়ী, সেখানে এর মধ্যেই ৫০ লক্ষেরও বেশি মানুষকে কোভিড টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেই করোনা পরীক্ষা কিন্তু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাছ (Fish) থেকে শুরু করে কাঁকড়া-সহ যাবতীয় জলজ প্রাণীকেও সেখানে কোভিড পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।


ট্যুইটারে সাউথ চায়না মর্নিং পোস্ট একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে মাছ, কাঁকড়ার শরীরের কোভিড-১৯ ভাইরাল রয়েছে কি না, তার জন্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা পিপিই কিট পরে মাছের মুখে এবং কাঁকড়ার খোসার ভিতরে সোয়্যাব ঢুকিয়ে পরীক্ষা করছেন। সমস্ত চিনা মিডিয়া তো বটেই এমনকি এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, যা নিয়ে বিশেষজ্ঞ মহলে রীতিমতো আলোচনাও শুরু হয়ে গিয়েছে।

মূলত চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে এই ভিডিয়োটি সর্বপ্রথম পোস্ট করা হয়। সেখান থেকেই সাউথ চায়না মর্নিং পোস্ট এই ভিডিয়োটি ট্যুইটারে শেয়ার করে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “অতিমারির সময়ে স্বাস্থ্যকর্মীরা জ্যান্ত সামুদ্রিক খাবারগুলির পিসিআর টেস্ট করাচ্ছেন, যা চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।”

অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে এই ভিডিয়োর প্রায় ২ লাখের কাছাকাছি ভিউ হয়েছে। নেটিজ়েনরা স্বাভাবিক ভাবেই এমন কাণ্ডে অবাক। তাঁরা নানাবিধ মন্তব্যও করেছেন।

একজন ইউজার লিখছেন, “অবাক মনে হলেও টেস্টিং ছাড়া কোভিড সংক্রমণ সম্পর্কে যাচাই করার অন্য কোনও উপায় নেই। পশু, পাখি, মানুষ সকলের শরীরেই হানা দিয়েছে করোনা। সামুদ্রিক প্রাণীদের উপরেও আক্রমণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই টেস্ট ছাড়া অন্য কোনও উপায় নেই।”

আর একজন ইউজার লিখলেন, “আমি ভেবেছিলাম এটা হয়তো মজা করে করা হচ্ছে। কিন্তু পরে ভেবে দেখলাম এটাই হওয়া বাঞ্ছনীয়। তা না হলে মানবজগৎ ভুল নির্দেশনার দিকে চালিত হতে পারে। ঘটনাটা বেশ ভীতিকরও বটে!”

Next Article