Viral Video: কলা আর সবেদা দিয়ে তৈরি হচ্ছে উদ্ভট চা, 200 টাকা খরচ করে IAS চাওয়ালার দোকানে ভিড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 27, 2023 | 11:36 PM

Viral Video Today: বলছেন, তিনি 'ফলের চা' (Fruit Chai) তৈরি করছেন। তা কী-কী দিচ্ছেন সেই চায়ে? যেরকম ভাবে আমরা চা বানাই, তিনিও ঠিক সেই ভাবেই একটি পাত্রে দুধ নিয়ে তাতে চা পাতা দিয়ে দিলেন। দুধ ও চা যখন ফুটছে তখন তিনি তাতে একটা কলা (Banana) আর সবেদা (Chikoo) দিয়ে দিলেন।

Viral Video: কলা আর সবেদা দিয়ে তৈরি হচ্ছে উদ্ভট চা, 200 টাকা খরচ করে IAS চাওয়ালার দোকানে ভিড়
তা বলে চায়ে কলা আর সবেদা!

Follow Us

Latest Viral Video: খাবার নিয়ে এ দেশে কত কী-ই যে চলতে থাকে, তার সত্যিই কোনও কূলকিনারা নেই। সম্প্রতি আমরা শহর কলকাতাতেই হরেক কিসিমের ফুচকা তৈরি হতে দেখেছি। কখনও থাম্বস আপ দিয়ে ফুচকা মাখা হচ্ছে তো কখনও আবার ফুচকার চপ তৈরি হচ্ছে। এতো না হয় কলকাতায় ঘটছে। কিন্তু সারা দেশে ফুড ফিউসনের নামের যে কত রকমের খাবার তৈরি হচ্ছে, তা বলে বোঝানো যাবে না। ডেয়ারি মিল্ক ক্যাডবেরি বেসনে ডুবিয়ে পকোড়া, মিরিন্ডা দিয়ে ম্যাগি, ডিমের ওমলেট এমনই অনেক কিছু রয়েছে সেই তালিকায়। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন হল এক অস্বাভাবিক খাবার। খাবারটি তৈরি হতে দেখে নেটিজ়েনরা রাঁধুনিকে ‘ধরে নিয়ে আসতে’ বলছেন।

চা তৈরি করে ফেললেন ওই ব্যক্তি। সে আর এমন কী! চা তো অনেকেই তৈরি করেন। আসলে ইনি এমন চা করেছেন, যা দেখার পরই আপনার মুখ থেকে ছিঃ ছাড়া বোধহয় আর কিছু বেরোবে না। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই চা বানাচ্ছেন তিনি। বলছেন, তিনি ‘ফলের চা’ (Fruit Chai) তৈরি করছেন। তা কী-কী দিচ্ছেন সেই চায়ে? যেরকম ভাবে আমরা চা বানাই, তিনিও ঠিক সেই ভাবেই একটি পাত্রে দুধ নিয়ে তাতে চা পাতা দিয়ে দিলেন। দুধ ও চা যখন ফুটছে তখন তিনি তাতে একটা কলা (Banana) আর সবেদা (Chikoo) দিয়ে দিলেন।


কী বলবেন বলুন! এমন চা কি আপনার খেতে ইচ্ছে করবে? যে চায়ে কলা আর সবেদার মতো ফল মেশানো হল, তার গন্ধটা কীরকম হতে পারে, আপনি আন্দাজ করতে পারছেন? কিন্তু আশ্চর্যজনকভাবে এই দোকানেই চা খেতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন মানুষজন। তার থেকেও বড় কথা কী জানেন? এই কলা আর সবেদা মিশ্রিত তথাকথিত এক কাপ ‘ফলের চা’-এর দাম 200 টাকা। কিছু তো নিশ্চয়ই আছে! তা না হলে 200 টাকা খরচ করে এমন জঘন্য একটা চা মানুষ খেতে যাবেনই বা কেন?

না, এই চা খেয়ে দেখেছেন, এমন মানুষজনের সঙ্গে কথা বলতে পারিনি আমরা। টুইটারে @HasnaZarooriHai নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখার পরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরেও এই ভিডিয়োর ভিউ প্রায় 150k। নেটিজ়েনদের কেউ বললেন, ‘এই জঘন্য একটা চায়ের জন্য আপনারা 200 টাকা খরচ করছেন? পাগল নাকি আপনারা?’ কেউ আবার জুড়লেন, ‘যেখান থেকে হোক এই চাওয়ালাকে ধরে নিয়ে আয় আমার কাছে।’

Next Article