Latest Viral Video: সোশ্যাল মিডিয়া মানেই সেখানে আপনার নজরে আসবে উদ্ভট কিছু ভিডিয়ো। গত 17 মে তুরস্কে (Turkey) ভয়ঙ্কর ঝড় উঠেছিল। সে দেশের রাজধানী আনকারাতে (Ankara) এই বিধ্বংসী ঝড়ের (Violent Storm) ব্যাপক প্রভাব পড়েছিল। এখন, সেই ঝড়েরই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা রীতিমতো ভাইরাল হয়েছে। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, ঝড়ের রণংদেহি মেজাজে এক বিল্ডিং থেকে একটি আসবাবপত্র গিয়ে আর এক বিল্ডিংয়ের পড়ছে। আর সেই আসবাবটি হল একটি সোফা।
টুইটারে গুরু অফ নাথিং নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সদ্য ভাইরাল হওয়া ফুটেজটিতে দেখা যাচ্ছে, বাতাসে উড়ছে একটি সোফা। এমনই তীব্র গতিতে ঝড় ধেয়ে আসে যে, তার ঝোড়া হাওয়া সোফাটিকে উড়তে একপ্রকার বাধ্য করে। উড়তে-উড়তে সোফাটি অন্য একটি বিল্ডিংয়ে অবতরণ করে, ভিডিয়োতে তা ধরাও পড়েছে।
Multiple sofas flying during storm in Ankara, Turkey. pic.twitter.com/gWpzUuwDM8
— Guru of Nothing (@GuruOfNothing69) May 17, 2023
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “তুরস্কে ঝড়ের সময় এভাবেই সোফা উড়ে গিয়েছিল।” গত 18 মে ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। এর মধ্যেই তার ভিউ 1.6 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ এই ভিডিয়োতে মজাদার সব কমেন্ট করেছেন।
নেটিজ়েনদের কেউ কেউ এটিকে আলাদিনের জাদু কার্পেটের সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার বলেছেন, “আশা করি ওই সোফায় কেউ বসেছিলেন না।”