Viral Video: ফিরল বিনিময় প্রথা! ঝুলিভর্তি কেনাকাটির পর দোকানদারকে চুমু দিয়ে গেল ক্রেতা, দেখুন কী কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 26, 2023 | 2:20 PM

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিয়ো ভাইরাল হল, যা দেখে আপনি ভাবতে বাধ্য হবেন বিনিময় প্রথা হয় তো এসে গেল। এক কন্যেকে দেখা গেল, দোকানে গিয়ে মুদিদ্রব্য (Groceries) ক্রয় করতে। তাতে অসুবিধার কী! আসলে তিনি জিনিসপত্র কেনার পর দোকানদারকে একটা টাকাও দিলেন না! তার বদলে দিয়ে দিলেন একটা চুমু (Kiss)।

Viral Video: ফিরল বিনিময় প্রথা! ঝুলিভর্তি কেনাকাটির পর দোকানদারকে চুমু দিয়ে গেল ক্রেতা, দেখুন কী কাণ্ড
শেষে কিনা জিনিসপত্র কিনতে চুমু!

Follow Us

Latest Viral Video: সে ছিল একদিন! সে এক সময়ও ছিল বটে! কোনও কিছু কিনতে মানুষকে একটা পয়সাও খরচ করতে হত না। না, এক্কেবারেই ফোকাটে জুটতো না। ছিল, বিনিময় প্রথা। ধরুন, আপনি থালা-বাসন কিনবেন, তার বদলে আপনাকে দিতে হবে বাড়ির পুরনো কিছু শাড়ি বা জামাকাপড়। বিনিময় প্রথায় মানুষ এক জিনিসের পরিবর্তে আর এক জিনিস নিত। তারপর ধীরে ধীরে সেখানে এল মুদ্রা যুগ। মানুষের জিনিসপত্র কেনাকাটির নোট বা কয়েন বাজারে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ল। আর এখন ডিজিটাল জমানা। মানুষ আজকাল আর পকেটে বেশি টাকা নিয়ে ঘোরেন না। তাঁর ফোনেই রয়েছে টাকা- অনলাইন পেমেন্ট। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিয়ো ভাইরাল হল, যা দেখে আপনি ভাবতে বাধ্য হবেন বিনিময় প্রথা হয় তো এসে গেল। এক কন্যেকে দেখা গেল, দোকানে গিয়ে মুদিদ্রব্য (Groceries) ক্রয় করতে। তাতে অসুবিধার কী! আসলে তিনি জিনিসপত্র কেনার পর দোকানদারকে একটা টাকাও দিলেন না! তার বদলে দিয়ে দিলেন একটা চুমু (Kiss)।

মাত্র কয়েক সেকেন্ডের ছোট্ট একটা ভিডিয়ো। কেউ এটি গোপনে রেকর্ড করেছেন, তা ভিডিয়ো থেকেই পরিষ্কার। যদিও এই ভিডিয়ো কোথাকার, সে বিষয়ে কিছু জানা যায়নি। ছোট্ট ক্লিপটিতে দেখা গেল, একটি মেয়ে দোকান থেকে কেনাকাটির পরে টাকা দিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু এদিক-সেদিক ভাল করে দেখে নিচ্ছে সে। কোথাও যেন তাঁর মনে একটা ভয় কাজ করছে। সন্দেহ তখনই জাগে। টাকা দিতে গিয়ে, এত কিছু ভাবার কী আছে!


তারপরই দেখা গেল, আর এক কাণ্ড! টাকা দেওয়ার নাম নেই। দোকানদারের দিকে মুখটা বাড়িয়ে তাঁকে একটি চুম্বন করে মেয়েটি। আর তা দেখেই নেটিজ়েনরা হতবাক। ভিডিয়োটি দেখে অনেকেই বলেছেন, গুগল পে ও ফোন পে এখন অতীত। তাঁরা বলছেন, এটা হল পেমেন্টের একটা নতুন উপায়।

যতদূর সম্ভব মেয়েটি স্কুলপড়ুয়া। তার পিঠে একটি স্কুলব্যাগ ছিল এবং সে তখন স্কুল থেকে ফিরছিল বলেই মনে হচ্ছে। দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনতে দেখা গেল তাঁকে। তারপরই যখন টাকা দেওয়ার সময় এল, সে এদিক-ওদিক তাকাতে থাকল। শেষমেশ, কাউকে দেখতে না পেয়ে দোকানদারের উদ্দেশ্য নিজের মুখটা বাড়িয়ে একটি চুমু খেয়ে নেয় সে।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। লাখ লাখ মানুষ এই ভিডিয়ো দেখেছেন এবং কমেন্টও করেছেন অগুনতি মানুষ। কেউ বলেছেন, বিনিময় প্রথা ফিরে এল। যদিও মেয়েটি ওই ছেলেটির অর্থাৎ দোকানদারের প্রেমিকা কি না, সে বিষয়ে জানা যায়নি। একে অপরকে অনেক আগে থেকেই চিনতেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

Next Article