Latest Viral Video: এই পৃথিবীতে যে কত প্রজাতির সাপ রয়েছে, তা গুনে শেষ করা যাবে না। তার মধ্যে অধিকাংশ সাপ দেখলেই আমাদের ঘুম উড়ে যায়, তা আমরা চোখের সামনেই দেখি আর টিভি বা মোবাইলের পর্দায়। আর এই সোশ্যাল মিডিয়া হল এমনই এক জায়গা, যেখানে আপনি হরেক কিসিমের সাপ দেখতে পাবেন। শুধু সাপ দেখা যায় তাই নয়। সেই সব ভিন্ন রকমের সাপেদের নানাবিধ কাণ্ডও করতে দেখা যায়। তেমনই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেল, দুটি মেয়ে রেস্তোরাঁয় খেতে গিয়েছে তাঁদের পোষ্য অজগর সাপটি সঙ্গে নিয়ে। তাঁদের সঙ্গেই টেবিলে খেতে বসেছে সাপটি। তাকে চপস্টিকে করে খাইয়েও দিচ্ছে ওই দুই মেয়ের একজন, যা দেখে নেটিজ়েনরা একপ্রকার ভিরমি খেয়ে গিয়েছেন।
সাপের কথা শুনলে মানুষ হাঁসফাস করতে থাকেন। এদিকে এই মেয়ে দুটি এমন ভাবে বিরাট পাইথনটির সঙ্গে বসে ডিনার করছে, দেখে মনে হচ্ছে যেন ওদের ভয়-ডর কিসসু নেই। আপনি যেভাবে আপনার পরিবারের লোকজন বা বন্ধুবান্ধবের সঙ্গে রেস্তোরাঁয় বসে ডিনার করেন, তার থেকে কোনও অংশে কম যায় না এই সাপ ও দুই মেয়ের জুটি— ঠিক যেন মানুষের মতোই সম্পর্ক ওদের মধ্যে। এবার বলুন, এই ভিডিয়ো দেখে তো যে কারও মাথা ঘুরে যাওয়ার কথা। তাই না?
সাপটির বিরাট আকার। কীভাবে যে ওই বিশাল পাইথনকে সঙ্গে নিয়ে মেয়ে দুটি রেস্তোরাঁয় এল, তার কূলকিনারা খুঁজে পাচ্ছেন না নেটপাড়ার লোকজন। তাঁরা খাচ্ছেন, আর চপস্টিকের সাহায্যে টুক-টুক করে তাঁদের আদরের পোষ্য সাপের দিকে বাড়িয়ে দিচ্ছেন। আর সাপটিও মুখ তুলে খাবার খেতে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন, সে-ও খুব আনন্দে ডিনার উপভোগ করছে।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ilhanatalay_ নামক একটি পেজ থেকে। খুব ভাল করে যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন সাপটি আসল নয় নকল। রেস্তোরাঁর এই পাইথনটিকে তৈরি করা হয়েছে। রেস্তোরাঁয় কাস্টমাররা যাতে আর্টিফিশিয়াল সাপটির সঙ্গে খাবার খেতে-খেতে ছবি তুলতে পারেন, সেই জন্যই এটিকে তৈরি করা হয়েছে। 78000-এর বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখার পরে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলেছেন যে, তাঁরা কল্পনাও করতে পারেননি এটা একটা নকল সাপ।