Gold Price In 1959: 10 গ্রাম সোনার দাম মাত্র 113 টাকা, 1959 সালের এই বিল এখন খুব ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 14, 2023 | 8:48 AM

Latest Viral News: কখনও ভেবে দেখেছেন, 70 বছর আগে দেশে সোনার দাম কত ছিল? স্বাধীনতার সময় সোনার দাম শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। আজকের দিনে সোনার দাম এতটাই বেশি যে, সে সময় মানুষ এখনকার দামে 100 গ্রামেরও বেশি সোনা কিনতে পারতেন।

Gold Price In 1959: 10 গ্রাম সোনার দাম মাত্র 113 টাকা, 1959 সালের এই বিল এখন খুব ভাইরাল
স্বাধীনতার এক দশক পর সোনার দাম দেখে অবাক হয়ে যাচ্ছেন নেটিজ়েনরা।

Follow Us

Viral News: বিগত বেশ কিছু বছর ধরে ভারতে সোনার দাম ঊর্ধ্বমুখী। সেই দাম কমার তো কোনও পূর্বাভাসই নেই, বরং আগামীতে সোনা আরও দামি হবে বলেই জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কয়েক মাসের মধ্যে সোনার দর 60,000 টাকাও ছাড়িয়ে যেতে পারে। তবে, আজ সোনার দাম সম্পর্কিত এমনই এক খবর আপনি শুনতে চলেছেন, যা শুনলে আপনার ভ্রুকুঞ্চিত হতে পারে। কখনও ভেবে দেখেছেন, 70 বছর আগে দেশে সোনার দাম কত ছিল? স্বাধীনতার সময় সোনার দাম শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। আজকের দিনে সোনার দাম এতটাই বেশি যে, সে সময় মানুষ এখনকার দামে 100 গ্রামেরও বেশি সোনা কিনতে পারতেন।

সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি বিল খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, স্বাধীনতা এক দশক পর দেশে সোনার দাম কত ছিল। ওই বিলটি 1959 সালের, সে সময় সোনার দাম ছিল 113 টাকা। ভাইরাল হওয়া বিলে দেখা গিয়েছে, সে সময়কার সোনার দাম। স্লিপটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে খেয়াল করবেন মহারাষ্ট্রের পুণে শহরের বিল এবং সেখানে দোকানের নামও লেখা রয়েছে।

1959 সালের 3 মার্চের বিল এটি। পুণের সোনার দোকানটির নাম মেসার্স বামন নিম্বাজি অস্টেকার নামক। পুরো বিলটি হাতে লেখা। taxguru.in-এর তরফ থেকে জানা গিয়েছে, 1960 সালে দেশে 10 গ্রাম সোনার দাম ছিল 112 টাকা। এখন একবার ভেবে দেখুন তো, সে সময় আজকের দামে অর্থাৎ প্রায় 55,000 টাকারও বেশি খরচে আপনি কত গ্রাম সোনা কিনতে পারতেন!

সে সময় সোনা যিনি কিনেছিলেন, তাঁর নাম শিবলিঙ্গ আত্মরাম। বিলে 621 টাকা এবং 251 টাকা মূল্যের সোনা কেনার কথা উল্লেখ করা হয়েছে। যদিও ওই ব্যক্তি সোনার সঙ্গে রূপোও কিনেছিলেন। মোট বিলের পরিমাণ লেখা হয়েছে 909 টাকা।

বিলটি অনেক পুরনো ঠিকই। তবে, আজ তার মূল্য বিরাট। এখন বিয়ের মরশুমে যাঁরা সোনা কিনছেন, তাঁরা 1959 সালের এই বিলটিকে পাশে রেখে হাহুতাশ করছেন! অনেকে এই ভেবে অবাক হয়ে যাচ্ছেন যে, মূল্যবৃদ্ধি কোন জায়গায় পৌঁছে গিয়েছে। অনেকে তো আবার বিশ্বাসই করতে পারছেন না যে, একসময় সোনা কতটা সস্তা ছিল।

Next Article