Viral Video: দাদু-নাতনির এই নাচের ভিডিয়ো জিতে নিল নেটদুনিয়ার মন!

Viral Video Today: নাতনিকে আরও একটু আনন্দ দিতে সেখানে যোগ দেন তার দাদুও। তারপরই তা যেন এক হৃদয়স্পর্শী যুগলবন্দির সৃষ্টি করল। সেই ভিডিয়ো ভাইরাল হবে না তো কী! অল্প সময়ের মধ্যেই তা জিতে নিয়েছে বহু মানুষের মন! বহু মানুষ এই ভিডিয়ো দেখে নিজেদের মন্তব্য ব্যক্ত করেছেন। একজন বলছেন, "বাহ, আমার চোখে জল এসে গিয়েছিল!

Viral Video: দাদু-নাতনির এই নাচের ভিডিয়ো জিতে নিল নেটদুনিয়ার মন!
মন ভাল করা ভিডিয়ো।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 9:03 PM

Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়া নানাবিধ আকর্ষণীয় ভিডিয়োতে ভরপুর। এখানে একদিকে আপনি যেমন মজাদার কিছু ভিডিয়ো দেখতে পাবেন, তেমনই আবার আপনার নজরে আসবে এমন কিছু ভিডিয়ো, যা চোখে জল পর্যন্ত নিয়ে আসতে পারে। একটি ইনস্টাগ্রাম ভিডিয়ো নিয়ে রীতিমতো হইচই চলছে। সেই ভিডিয়োতে যে, বিরাট কিছু রয়েছে এমনটা নয়। স্রেফ নাচের দৃশ্য রয়েছে একটি বাচ্চা মেয়ে ও তার দাদুর। কিন্তু সেই নাচের মধ্যে দাদু ও তাঁর নাতনির যে সারল্য ফুটে উঠেছে, তাই নজর কেড়ে নিয়েছে বহু মানুষের। কতটা সরল হলে, আর একরত্তি নাতনির প্রতি কতটা ভালবাসা থাকলে এরকম ভাবে নাচতে পারেন ছোট্ট মেয়ের দাদু, তা-ই যেন বিশ্বব্যাপী দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছে।

ইনস্টাগ্রাম ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @saritachodhry নামক একটি হ্যান্ডেল থেকে। মুগ্ধকর দৃশ্য দিয়ে শুরু হয়েছে ভিডিয়োটি। ছোট্ট মেয়েটি অত্যন্ত চতুরতার সঙ্গে তার নাচের স্টেপগুলি এক-এক করে দেখিয়ে চলেছে। নাতনিকে আরও একটু আনন্দ দিতে সেখানে যোগ দেন তার দাদুও। তারপরই তা যেন এক হৃদয়স্পর্শী যুগলবন্দির সৃষ্টি করল। সেই ভিডিয়ো ভাইরাল হবে না তো কী! অল্প সময়ের মধ্যেই তা জিতে নিয়েছে বহু মানুষের মন!

বহু মানুষ এই ভিডিয়ো দেখে নিজেদের মন্তব্য ব্যক্ত করেছেন। একজন বলছেন, “বাহ, আমার চোখে জল এসে গিয়েছিল! একজন দাদু ও নাতনির মধ্যে ভালবাসা সত্যিই অতুলনীয়।” দ্বিতীয়জন যোগ করলেন, “অবিশ্বাস্যভাবে সুন্দর একটা ভিডিয়ো।”

একটি ডিজিটাল যুগে সঠিক তথ্য, ভুল তথ্যের ভিড়েও এমন কিছু থেকে যায় যা আমাদের নজর কেড়ে নেয়। কিছু আবার এমন ভিডিয়োও আমরা ইন্টারনেটে দেখতে পাই, যেখানে দুই প্রজন্মের অপার টান ও ভালবাসা ফুটে ওঠে। সেরকমই একটি ভিডিয়ো হল এটি, যা আপনার চোখেও জল এনে দিতে পারে।