Viral Video: কোন জাদুতে বিয়ের কনেকে সুন্দর লাগে? সবার সামনে আসল কীর্তি ফাঁস করে লোক হাসালেন বর…

Latest Viral Video: ভিডিয়োটি subhamkumar067 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিয়োটি দেখে অনেক মজার মজার কমেন্টও করেছেন।

Viral Video: কোন জাদুতে বিয়ের কনেকে সুন্দর লাগে? সবার সামনে আসল কীর্তি ফাঁস করে লোক হাসালেন বর...

| Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 10, 2023 | 2:54 PM

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়। বছরের শুরু থেকেই বিভিন্ন সব মজাদার ভিডিয়ো সামনে এসেছে। কখনও বর নতুন কনে থেকে কোলে তুলতে গিয়ে ধপাস করে পড়েছেন। আবার কখনও বউ বিয়ের সময় এমন কিছু করে বসেছেন, যা দেখে হাসি চেপে রাখতে পারেননি অধিকাংশ নেটিজেন। বিয়ের দিন অনেক মজার ঠাট্টা হয়। তেমনই একটি মজাদার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের পর নতুন বউ কনে বসে রয়েছেন। আর তাদের ঘিরে বসে আছেন অনেক আত্মীয় সজন। ঠিক সেই সময় বর এমন কিছু করে বসলেন, যা কনে ভাবতেও পারেনি। আত্মীয়-আমন্ত্রিতদের সামনে অপ্রস্তুতে পড়লেন নতুন কনে। কিন্তু বরের এমন কাণ্ড দেখে হাসি চেপে রাখা দায় হবে আপনারও।

বিয়েতে কনে বেশ পরিপাটি হয়ে সেজে গুজেই বসেন। এক কথায় মেকআপ ছাড়া বিয়ে অসম্ভব। কিন্তু ভিডিয়োয় দেখা যাচ্ছে, বর কনে পাশাপাশি বসে আছে। হঠাৎই নতুন বর, কনের গালে তার আঙুলটি ঘষে দিলেন। আর সঙ্গে সঙ্গে উঠে এল মেক-আপ। শুধু তাই নয়, কনে কতটা মেক আপ করেছে, তা দেখানোর জন্য বর তার লাল পাঞ্জাবীতে তা লাগিয়ে দিলেন। আর ব্যাস! সবার সামনে বরের এমন কাণ্ড দেখে নতুন কনে লজ্জায় মুখ আড়াল করলেন। ভিডিয়োটি ভাইরাল হতেই নেটিজ়েনদের বিভিন্ন কমেন্ট এসেছে।


ভিডিয়োটি subhamkumar067 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিয়োটি দেখে অনেক মজার মজার কমেন্টও করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে অনেক লাইক আর শেয়ার হয়েছে। কেউ মজার ছলে লিখেছেন, “বিয়ের প্রথম দিনেই বর ঝগড়া বাধাতে চাইতে।”