Latest Viral Video: বিয়েবাড়িতে বরের অসামান্য নাচের পারফরম্যান্স ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ইনস্টাগ্রামে লভকেশ কুশওয়াহা নামের এক ব্যবহারকারী সেই ভিডিয়োটি শেয়ার করেছেন। বরকে নাচতে দেখা গিয়েছে। আর তাঁকে যোগ্য সঙ্গ দিতে দেখা গিয়েছে তাঁর বন্ধুদের। ঠিক যেন সিনেমার হিরো নাচছেন। নায়ককে ঘিরে যে ভাবে ব্যাকআপ ডান্সাররা নাচেন, এখানেও যেন বরকে ঘিরে ঠিক সেই ভাবেই নাচছিলেন তাঁর বন্ধুরা। সেই ভিডিয়োর ভিউ 1.2 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। লাইক পড়েছে 12 লাখেরও বেশি। বরের এহেন সুপ্ত প্রতিভা দেখে নেটিজ়েনরা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তিনি কি পেশাদার নৃত্যশিল্পী?
ছোট্ট ক্লিপটিতে বরকে সোনালি ও লাল রঙের শেরওয়ানি পরে থাকতে দেখা গিয়েছে, যা সত্য়িই আলাদা ক্যারিশমা প্রকাশ করেছে। এদিকে তাঁর বন্ধুদের মধ্যে অনেকের পরেই ছিল স্যুট, কেও আবার এক্কেবারে সাধারণ পোশাকেই তাঁর নাচের তালে তাল মেলাচ্ছিলেন। এমন পোশাক আর পেশাদার ডান্সারের মতো স্টেপ যেন ভিডিয়োর আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক যেন একটা গ্রুপ পারফরম্যান্স দেখছেন বলেই মনে হবে আপনার। নাচের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁদের অতুলনীয় শক্তি এবং ভাল-সুসংগত পদক্ষেপগুলি সোশ্যাল মিডিয়ার সমস্ত কোণ থেকে প্রশংসা অর্জন করেছে।
এই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা একদিকে যেমন প্রশংসা করেছেন। আর একদিকে ঠিক তেমনই অনেকে আবার অদ্ভুত কিছু প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। একজন বললেন, ‘টিকটকাররা বিয়ে করলে ঠিক এমনই হয়। ভিডিয়ো ভাল করার জন্য তাঁরা যা-খুশি করতে পারেন।’ দ্বিতীয়জন যোগ করলেন, ‘এটা মনে হচ্ছে যেন একটা জুম্বা প্রশিক্ষকের বিবাহ।’
এত সব কমেন্টের মাঝেই আবার একজন ব্যবহারকারী অনুমান করেছেন যে বর অবশ্যই বিয়ের আগে তার বন্ধুদের সাথে ব্যাপকভাবে মহড়া দিয়েছে। তাঁর কথায়, ‘বিয়ের আগে বর ও তাঁর বন্ধুরা কয়েক দিন খুব রিহার্সাল করেছেন।’